তেলিয়ামুড়া প্রতিনিধিঃ-রাজ্য এবং বহিরাজ্যের পর্যটকদের কাছে তেলিয়ামুড়া বড়মুড়া ইকো পার্ক’কে আরো বেশি করে আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ গ্ৰহণ করেছে বনদপ্তর। খোয়াই জেলা বনদপ্তরের উদ্যোগে বড়মুড়া ইকোপার্কের জলাশয়ে শনিবার থেকে শুরু হয়েছে প্যাডেল বোটের ব্যাবস্থা। শনিবার সকালে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় ফিতা কেটে প্যাডেল বোট দুটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক অক্ষয় বি বোরদে, তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস সহ অন্যান্যরা।