Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবিরোধীদল ছেড়ে শাসক দলের যোগদান ৫ পরিবারের ২৬ জন ভোটার

বিরোধীদল ছেড়ে শাসক দলের যোগদান ৫ পরিবারের ২৬ জন ভোটার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
বিরোধী শিবিরে ভাঙ্গন ধরিয়ে শাসকের শিবিরে যোগদানের পালা অব্যাহত। বুধবার সন্ধ্যায় ২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী ভাঙ্গন ধরিয়ে আঠাশ (২৮) তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৫ পরিবারের ২৬ জন ভোটার বিজেপি দলে যোগদান করে। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করে নেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। এই যোগদ সভাটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মন, মন্ডলের সহ-সভাপতি নিতীন কুমার সাহা সহ মন্ডল বিস্তারক প্রজেশ সরকার সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য