মাত্র চার দিনের শিশুর জটিল অপারেশন করে নজির গড়লেন আগরতলার হাঁপানিয়া এলাকার ত্রিপুরা মেডিকেল কলেজ ও ড. বি আর আম্বেদকর হাসপাতালের চিকিৎসক টিম।এই সফল অপারেশন করেছেন হাসপাতালের চিকিৎসক ডা আনন্দ বসাক শুক্রবার সাংবাদিকদের জানান রাজীব সাঁওতালের মেয়ের জন্ম হয়। কিন্তু মেয়েটি জন্মের পর মায়ের দুধ খেলেই বমি হয়ে যাচ্ছিলো, তাই মেয়েটিকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে আগরতলার আই জি এম হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানেও তেমন কোন চিকিৎসা হয়নি। তাই সব শেষে শিশুটিকে মেডিকেল কলেজ ও ড. বি আর আম্বেদকর হাসপাতালে পাঠানো হয়। তখন ডা আনন্দ বসাকের তত্ববধানে চিকিৎসা শুরু হয়। তখন তিনি পরীক্ষা করে দেখতে পান শিশুটির খাদ্যনালীর মধ্যে একাধিক জায়গায় বন্ধ রয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশন করার, কিন্তু খুব জটিল অপারেশন তাই প্রায় ২ঘন্টা ধরে চলে অপারেশন। বর্তমানে শিশুটি সুস্থ্য রয়েছে বলে জানান তিনি।