তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
আবারো রেল লাইনে মর্মান্তিকভাবে মৃত্যু হল ৮৫ বছর বয়সী প্রৌঢ়ের। উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়ার লাখাই বাড়ি এলাকার রেল ট্র্যাকের পাশ্ববর্তী স্থানে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে রেল পুলিশের তরফ থেকে দাবী,, বৃহস্পতিবার সকাল আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টা নাগাদ স্থানীয়দের থেকে খবরের মাধ্যমে জানা যায়, লাখাই বাড়ি এলাকায় দয়াল কৃষ্ণ জমাতিয়া নামে ৮৫ বছরের এক বৃদ্ধের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়।
পরবর্তী সময়ে দেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসার পর ময়নাতদন্ত করে পরিবার-পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও মৃত ব্যাক্তির ছেলের দাবি, মৃত ব্যাক্তি প্রায় সময়ই অসুস্থ ছিলেন এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন।
গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।