Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই রামচন্দ্র ঘাট এলাকার বিধায়কে পদ্মবিল ব্লকের ভিডিও দ্বারা সরকারি ও বিভিন্ন...

খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার বিধায়কে পদ্মবিল ব্লকের ভিডিও দ্বারা সরকারি ও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ না করা এবং স্বজন পোষণ নীতির অভিযোগ এনে ভিডিও কে বদলির দাবিতে ৬ ঘন্টা পথ অবরোধ তিপড়া মথা দলের পদ্মবিল ও বেলফাং এলাকায়।

খোয়াই প্রতিনিধি ১লা ডিসেম্বর….কথায় বলে রাজনীতি মানেই একটা নোংরা জিনিস তাইতো এই নোংরা খেলায় মেতে উঠেছে তিপরা মথা দলের বিভিন্ন নেতৃত্বরা ।আর তাদের এই নোংরা খেলার খেসারত দিতে হয় পথচারিত বিভিন্ন মানুষদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে পড়ে অথচ সবকিছু দেখে প্রশাসনকেও নির্বিকার হয়ে বসে থাকেতে দেখা যায় এই রাজনৈতিক দলের সামনে।ঠিক তেমনটাই ঘটলো শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এক রাজনৈতিক দলের মান ভঙ্গাতে গিয়ে প্রায় ছয় ঘন্টা ২০৮ নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা হাজার হাজার পথ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত। কারণ টি ছিল খোয়াই পদ্মবিল ব্লকের ভিডিও স্বরূপা রিয়াং এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে এই ব্লক থেকে উনাকে অন্যত্র বদলি করার দাবি নিয়ে তিপরা মথা দলের পক্ষ থেকে শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে পদ্মবিল ব্লকের অন্তর্গত দুটি জায়গায় টানা প্রায় ছয় ঘন্টা পথ অবরোধে বসলো তিপড়া মাথা দলের সমর্থকরা এই দিন পদ্মবিল ও বেলফাং এলাকায় ২০৮ নং জাতীয় সড়কে।এই অবরোধের নেতৃত্ব দেন এলাকার তিপরা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা।এই অবরোধের ফলে সকাল ৮ ঘটিকার থেকে দুপুর প্রায় দুইটা পর্যন্ত পথ অবরোধ করে রাখে তিপরা মাথা দলের সমর্থকরা তাতে করে আগরতলা থেকে খোয়াই এর উদ্দেশ্যে আগত এবং কমলপুর ও খোয়াই থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া জন্য উভয় দিকের কয়েক শত গাড়ি কয়েক হাজার পথ যাত্রী রাস্তায় আটকে যায় তাতে করে বিভিন্ন গাড়ির যাত্রীরা প্রচন্ড রোদের মধ্যে প্রায় ছয় ঘন্টা দাঁড়িয়ে থাকে অবরোধ স্হলে তাতে করে অনেক যাত্রী যেমন অসুস্থ হয়ে পড়ে তেমন যাত্রীদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয় বলেও অভিযোগ জানান অনেক যাত্রী।কেন এই সড়ক অবরোধ জানতে চাইলে দলের পক্ষ থেকে এক নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান খোয়াই পদ্মবিল ব্লকের ভিডিও স্বরূপা রিংয়াং এর বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে বিশেষ করে ওই ব্লক এলাকাতে ব্লকের পক্ষ থেকে সরকারি কোন অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মাকে আমন্ত্রিত করা হয় না।এছাড়া ব্লক এলাকায় বিভিন্ন সরকারি প্রকল্পগুলি আসলে সেগুলি বিলি বন্টনের ক্ষেত্রে কাটচুপি করেন ভিডিও স্বরূপা রিয়াং,এছাড়া এও অভিযোগ ওঠে উনি নাকি সরকারি টাকা পয়সা নয় ছয় করছেন বলেও অভিযোগ করেন মাথা দলের পক্ষ থেকে ।বিশেষ করে এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মাকে সরকারের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয় না এমনকি ২৯ ও ৩০শে নভেম্বর বাইজাল বাড়িতে একটি প্রশাসনিক ক্যাম্প চলছিল তখন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের অন্তর্গত বিভিন্ন বেনিফিশারিদের মধ্যে কৃষিজাত সামগ্রী বিতরণ করেন অথচ সেই অনুষ্ঠানে এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মাকে আমন্ত্রিত করা হয়নি এই ধরনের আরো অনেক ঘটনাকে কেন্দ্র করে পদ্মবিল ব্লকের ভিডিও কে অন্যত্র বদলি করে দেবায়ার দাবিতে টানা প্রায় ছয় ঘণ্টা পথ অবরোধ করে বসলো তিপরা মাথা দলের সমর্থকরা ।তাতে করে রাস্তার উপর যানজট সৃষ্টি হয়ে পড়ে এই খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ও পুলিশ আকারিক প্রসন কান্তি মজুমদার গিয়ে পথ অবরোধ কারীদের সাথে কথা বললেও কোন কাজ হয়নি তাদের দাবি তাদের এই সমস্যা সমাধানের জন্য এবং পদ্মবিল ব্লকের ভিডিও স্বরূপা রিয়াং কে যতক্ষণ পর্যন্ত না বদলি করা হবে ততক্ষণ পথ অবরোধ করে রাখা হবে ।এরপর দুপুর সাড়ে বারোটা নাগাদ মহকুমা শাসক বিজয় সিনহা উপস্থিত হয়ে পথ অবরোধকারীদের সাথে কথা বললে একই বক্তব্য রাখেন অবরোধকারীরা।শেষে বিষয়টি মহকুমা শাসক বিজয় সিনহা জেলাশাসক চন্দ্রাণী চন্দ্রন কে এই গুরুতর বিষয়টি জানানোর ফলে তিনি ছুটে আসেন অবরোধ স্থলে এবং জানতে চান তাদের কি দাবি অবরোধকারীরা একই সুর দিয়ে চলেছে শেষে বেলফাং এর পথ অবরোধ স্থল থেকে ছুটে আসেন বিধায়ক রঞ্জিত দেববর্মা পদ্মবিল এলাকার অবরোধ স্থলে সেখানে জেলাশাসক চন্দ্রানী চন্দ্রনের সাথে দীর্ঘক্ষণ বৈঠক হওয়ার পরও এই সমস্যার কোন সমাধান হয়নি। তাদের একটাই দাবি অতিসত্বর ভিডিও স্বরূপা রিয়াংকে অন্যত্র বদলি করতে হবে এ বিষয়ে জেলাশাসক চন্দ্রানি চন্দ্রন বিধায়ক রঞ্জিত দেববর্মাকে জানান উনি একজন টি সি এস অফিসার উনার পক্ষে তা করার সম্ভব না এছাড়া একতরফা বিচার করলে হবে না উনার বিরুদ্ধে আনা অভিযোগ গুলিও জেলা শাসক কে শুনতে হবে এবং উনার মতামত জানতে হবে তারপর বিচার বিবেচনা করা হবে এর জন্য দরকার পড়লে প্রশাসনিক পর্যায়ে বৈঠক করে নেওয়া হবে ।এর জন্য জেলা শাসক এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মাকে অনুরোধ করেন যাতে পথ অবরোধটি তুলে নেন এবং অন্যদিকে সবাই আলোচনার টেবিলে বসছেন কিন্তু জেলা শাসকের কথায় তিপরা মাথা দলের বিধায়ক কোন ধরনের কর্ণপাত করেননি উনার একটি দাবি পদ্মবিল ব্লকের ভিডিও কে ওই স্থান থেকেই বদলি করতে হবে জেলাশাসককে সেই জায়গায় দাঁড়িয়ে তবেই পথ অবরোধ তোলা হবে।শেষে জেলা শাসক সিদ্ধান্ত করেন পদ্মবিল ব্লকে গিয়ে ভিডিওর সাথে কথা বলে তারপর কোন সিদ্ধান্ত নেওয়া হবে এরপর জেলা শাসক চন্দ্রাণী চন্দ্রন, মহকুমা শাসক বিজয় সিনহা, মাথার বিধায়ক রঞ্জিত দেববর্মা,অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর সহ মথার অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে পদ্মবিল ব্লকের কনফারেন্স হলে প্রায় এক ঘন্টার এক রুদ্রদার বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠক শেষে বেরিয়ে এসে জেলাশাসক চন্দ্রানী চন্দ্রন সমস্ত সাংবাদিকদের সামনে বলেন পদ্মবি ব্লকের ভিডিও স্বরূপা রিয়াং এর সাথে তিপরা মথা দলের কিছু ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এলাকার উন্নয়নের কাজে বিধায়ক রঞ্জিত দেববর্মা স্বতঃ স্ফূর্তভাবে এগিয়ে আসেন সুতরাং আগামী দিন এই ধরনের কোন অভিযোগ উঠবে না বলে আশ্বস্ত করেন জেলাশাসক এরপর দুপুর দুইটা নাগাদ অবরোধ কারীরা পথ অবরোধ তুলে নেন এ বিষয়ে রঞ্জিত দেববর্ম একই কথা বলেন যা হয়েছে ভুল বোঝা বুঝির কারণে। তাহলে এখানে একটি বিষয় স্পষ্ট হল যদি তিপরা মাথা দলের সাথে পদ্মবিল এলাকার ভিডিও সরুপা রিয়াং এর কোন ধরনের ভুল বোঝাবুঝি হয়ে থাকে তার জন্য উনার অফিসে বসে সমাধান করাটাই উচিত ছিল মথা দলের কিন্তু ওরা সেই পথে হাঁটেনি এখন একটি প্রশ্ন উকি মারছে যে মা থা দলের কর্মী সমর্থকরা সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ গুলি বাস্তবায়ন না করে বাঁকা পথে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বি ডি ও কে চাপ দিলে তিনি তা করতে অস্বীকার করার জন্যই দিনের পর দিন ক্ষোভ সৃষ্টি হতে থাকে মথা দলের বিভিন্ন সমর্থকদের মধ্যে এর মধ্যে রয়েছে বিধায়ক রঞ্জিত দেববর্মাকে বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ না করা সব মিলিয়ে বিডিও কে বদলি করার উদ্দেশ্য এবং নিজেদের কথা শোনার লোককে ভিডিও করার জন্যও আবেদন উঠে এই দিন পথ অবরোধে। অথচ দেখা গেছে এক ঘন্টার মধ্যে সমস্যার সমাধান ভুল বোঝাবুঝি সব মাপ আর অন্যদিকে জাতীয় সড়কে সাধারণ মানুষ বিনা দোষে ছয় ঘন্টা দাঁড়িয়ে একটি রাজনৈতিক দলের নোংরা রাজনীতির শিকার হয়ে পথচারিত মানুষদের খেসারত দিতে হলো শুধু তাই না প্রায় সময় এই রাস্তার ওপর এ ধরনের ঘটনা ঘটে চলেছে প্রতি নিয়ত!!!!!!!

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য