Thursday, December 5, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া মহকুমার মোহর পাড়া স্থিত নট্রেডেম হলিক্রস উচ্চ বিদ্যালয়ের দুদিন ব্যাপী অভিভাবক...

তেলিয়ামুড়া মহকুমার মোহর পাড়া স্থিত নট্রেডেম হলিক্রস উচ্চ বিদ্যালয়ের দুদিন ব্যাপী অভিভাবক সম্মেলন সমাপ্ত হয় শুক্রবার

বেশ ঘটা করে নট্রেডেম হলিক্রস উচ্চ বিদ্যালয়ের দুদিন ব্যাপী শিক্ষক অভিভাবক সম্মেলন পালিত হয়। ২৩ এবং ২৪ নভেম্বর এই দুদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের নিয়ে বেশ জাকজকমপুর্ন ভাবে নানাবিধ অনুষ্ঠানের পাশাপাশি অভিভাবক দের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যলয়ের পক্ষ থেকে। শুক্রবার ছিল এর সমাপ্তি দিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা, বিদ্যালয়ের অধ্যক্ষ ফাদার রবি ভি. মেনাছেড়ি সহ অন্যান্যরা। দুদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের অধ্যক্ষ বলেন অভিভাবকরাই হল শিশু বা ছাত্র ছাত্রী দের প্রথম এবং প্রধান শিক্ষক। পিতা মাতার কাছ থেকেই ছাত্র ছাত্রীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। কাজেই অভিভাবক দের নিয়ে বিদ্যালয়ের এ ধরনের সভা এবং অনুষ্ঠান শিক্ষার অঙ্গ হিসেবেই প্রতিবছর করে থাকে এই বিদ্যালয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য