Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদটমটমকে এক মাল বহনকারী গাড়ি ওভারটেক করতে গিয়ে উভয়ই গাড়ি দুর্ঘটনাগস্ত হলে...

টমটমকে এক মাল বহনকারী গাড়ি ওভারটেক করতে গিয়ে উভয়ই গাড়ি দুর্ঘটনাগস্ত হলে আহত হয় তিনজন।

খোয়াই প্রতিনিধি……এক টমটম কে ওভারটেক করতে গিয়ে টমটম সহ একটি মালবাহী অটো গাড়ি দুর্ঘটনা গ্রস্ত হয়ে আহত হলেন তিনজন ঘটনা শুক্রবার সকালে খোয়াই সোনাতলা এলাকাতে ।জানা যায় খোয়াই শহরের একটি শোরুম থেকে নতুন একটি টমটম বের করে তেলিয়ামুড়ার উদ্দেশে রওনা দেয় শুক্রবার সকাল দশটা নাগাদ। সোনাতলা বাজারের কাছাকাছি আসতে সেই টমটম এর পিছনে ছিল একটি মাল বহনকারী গাড়ি TR06 A1820 সেই গাড়িতেও টমটমের পিছুনেয় কিন্তু টম টম টি নতুন হবার কারণে প্রচন্ড গতি বেগে চালিয়ে যাচ্ছিল অন্যদিকে পিছনে মাল বহনকারী গাড়িটি টমটমটিকে ওভারটেক করার জন্য চেষ্টা করছিল কিন্তু টমটম কোনমতেই সেই গাড়িটিকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছিল না এক কথায় প্রতিযোগিতায় লেগেছিল টমটম শেষে একটা সময় টমটমটির সামনে কোন গাড়ি আসলে টমটমটি হঠাৎ গতিবেগ কমিয়ে দিলে পেছনে থাকা মালবাহী গাড়িটি টমটমটিকে পিছনের দিক দিয়ে ধাক্কা মারলে প্রথমে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে পড়ে যায় অন্যদিকে মালবাহী গাড়িটি পাশের ধান খেতে পড়ে যায় তাতে করে মাল বহনকারী গাড়িটির চালক খোকন রায় ৩৫ এবং এই গাড়ির আরেক আরোহী রাম গোবিন্দ দেব ৫৯ খোয়াই সোনাতলা নিবাসী গুরুতর আহত হয় অটোচালক নির্মলেন্দু পাল ৫৭ উনিও গুরুতর আহত হন শেষে সবাইকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।শেষে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে পুলিশ এবং ধানক্ষেত থেকে দুটি গাড়িকেই তুলে আনে।তবে এলাকার সূত্রে জানা যায় সোনাতলা এলাকার এই রাস্তাটি সোজা থাকার ফলে বিভিন্ন গাড়ি বাইক অটো ইত্যাদি প্রচন্ড গতিবেগে চলাচল করে আর যার ফলে সোনাতলা বাজারের আগে শনি তলা এলাকাতে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে এক কথায় এই জায়গাটি একটি দুর্ঘটনা প্রবল এলাকা বলে মনে করেন এলাকা বাসি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য