Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদমহারানীপুর বাজার হাইস্কুলে প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের...

মহারানীপুর বাজার হাইস্কুলে প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের ব্যবস্থাপনায়

তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের ব্যবস্থাপনায় আজ মহারানীপুর বাজার হাইস্কুলে এক প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট স্বাস্থ্য শিবিরসহ প্রশাসনিক শিবিরে উপস্থিত থেকে পরিষেবা গ্রহণ করার জন্য সাধারণ মানুষের অংশগ্রহণ সহ স্বতঃস্ফূর্ততা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেছে। এই সরকারি উদ্যোগে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে নিজের আলোচনায় অংশগ্রহণ করে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেছেন বর্তমান সময়ের সরকার এমন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে যাতে করে সরকার মানুষের কাছে গিয়ে পৌঁছবে মানুষকে সরকার বা প্রশাসনের কাছে হন্নে হয়ে খুঁজতে হবে না। পাশাপাশি যেভাবে মহকুমা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং এর সাথে সাথে স্বাস্থ্য পরিষেবার সুযোগ প্রদান করে দিয়েছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে রাজ্য সরকারের তরফ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবিরে তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য সহ মঙ্গীয়া কামি ব্লকের ভিডিও এবং বিভিন্ন স্তরের শীর্ষ আধিকারিকারা উপস্থিত ছিলেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য