Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবকেয়া স্টাইপেন্ড প্রদানের দাবিতে আবারও সোচ্চার হলো বি এড করা এসসি ছাত্র-ছাত্রীরা

বকেয়া স্টাইপেন্ড প্রদানের দাবিতে আবারও সোচ্চার হলো বি এড করা এসসি ছাত্র-ছাত্রীরা

রাজ্যের বি এড করা এসসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরেই মঞ্জুরীকৃত স্টাইপেন্ড থেকে বঞ্চিত। এখনো তাদের ৯০% স্টাইপেন্ড বকেয়া রয়েছে। আর এই স্টাইপেন্ড না পাওয়ার ফলে, চরম আর্থিক সংকটে ভুগছেন তারা। বকেয়া স্ট্রাইপেন্ড মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে বারবার দপ্তরের কার্যালয়ে হাজির হলেও কোনো সুফল নেই। শুধু আশ্বাস ছাড়া কিছুই জুটছে না তাদের ভাগ্যে। এতে করে হতাশায় ভুগছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের বি এড করা এসসি ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, স্টাইপেন্ডের প্রত্যাশায় অনেকেই ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করতে না পেরে এখন বিপাকে পড়েছেন। এর মধ্যে সামনেই রয়েছে উৎসব। তাই অবিলম্বে বকেয়া ৯০% স্টাইপেন্ড প্রদানের দাবিতে শনিবার ফের আরো একবার আগরতলা গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ হয় ছাত্রছাত্রীরা। এদিন দাবি আদায়ের লক্ষ্যে দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে প্রথমে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পরে ছাত্র-ছাত্রীদের এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। কিন্তু এদিনও দপ্তরের আধিকারিক বকেয়া স্টাইপেন্ড প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন আশ্বাস দিতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই হতাশা গ্রস্থ হয়ে বাড়ি ফিরেন তারা। বকেয়া স্টাইপেন্ড প্রদান নিয়ে দিনের পর দিন দপ্তরের এই তালবাহানাকে ঘিরে এখন চাপা ক্ষোভে ফুঁসছেন বি এড করা এসসি ক্যাটাগরির ছাত্র-ছাত্রীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য