Thursday, October 10, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদ২৩ লক্ষ টাকা দামের আলট্রাস নোগ্রাফি মেশিন বসিয়ে ডায়াগনোসিস সেন্টারের উদ্বোধন হলো...

২৩ লক্ষ টাকা দামের আলট্রাস নোগ্রাফি মেশিন বসিয়ে ডায়াগনোসিস সেন্টারের উদ্বোধন হলো খোয়াই তে।

খোয়াই প্রতিনিধি ২৯ শে সেপ্টেম্বর…বিগত বেশ কয়েক বছর ধরে খোয়াই মহাকুমার বিভিন্ন অঞ্চলের গর্ভবতী মা-বোনেরা কষ্ট পাচ্ছিলেন খোয়াই শহরে ভালো একটি আল্ট্রা সনো গ্রাফি মেশিন না থাকার কারণে । প্রায় সময়ই গর্ভবতী মা-বোনদের সনো গ্রাফি করানোর জন্য তেলিয়ামুড়াতে না হয় আগরতলাতে ছুটে যেতে হতো। যাওয়াটা মুখ্য কথা নয় কিন্তু মা বোনদের এমন শারীরিক পরিস্থিতি নিয়ে এত দূরে গিয়ে সোনোগ্রাফি করাটাও খুবই বিপদজনক কারণ এত দূরে গিয়ে করতে গেলে ভঙ্গুর রাস্তা অতিক্রম করে তাদেরকে যেতে হতো তাছাড়া পয়সাও খরচ হত অনেক বেশি।সেই জায়গায় দাঁড়িয়ে গর্ভবতী মা বোনেরা অনেকটা নিশ্চিন্ত হলেন এই কারণে খোয়াই শহরের সুকান্ত পল্লী এলাকাতে শুক্রবার দুপুরে উদ্বোধন হলো শ্রী শ্রী ডাইওগ নস্টিক সেন্টারের। এই সেন্টারে ২৩ লক্ষ টাকা দামের মেশিন বাসানো হয় ।আল্ট্রা সোনোগ্রাফির মাধ্যমে সব ধরনের সোনোগ্রাফি করা হবে একজন অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা। এদিন এই ডাইওগ নস্টিক সেন্টারের ফিতা কেটে উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার,,এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, পুর কাউন্সিলর ঊষা রানী সিনাহা,মন্ডল সম্পাদক প্রণব বিশ্বাস সহ অন্যান্যরা। এই সেন্টার উদ্বোধনে খোয়াই বাসি অনেকটা উপকৃত হবে বলে মনে করেন জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। শেষে সুব্রত মজুমদার সহ অন্যান্য অতিথিরা সেন্টারটি পরিদর্শন করেন।এছাড়া সুব্রত মজুমদার ডায়াগনোসিস সেন্টারের কর্ণধার আফ্রোজা বেগমকে সাধুবাদ জানান যে খোয়াই বাসি সহ সমস্ত মহাকুমার গর্ভবতী মা-বোনদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেবার জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য