Saturday, January 25, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদহতদরিদ্র নাবালিকা কন্যাকে গৃহপারিচারিকা বানিয়ে নির্মমভাবে শারীরিক এবং মানসিক আক্রমণের ঘৃণ্য অভিযোগ...

হতদরিদ্র নাবালিকা কন্যাকে গৃহপারিচারিকা বানিয়ে নির্মমভাবে শারীরিক এবং মানসিক আক্রমণের ঘৃণ্য অভিযোগ তেলিয়ামুড়ার জনৈক ব্যাবসায়ীর বিরুদ্ধে

তেলিয়ামুড়া প্রতিনিধি
আজ থেকে প্রায় মাস তিনেক পূর্বে কল্যাণপুর থানাধীন দাউছড়া এলাকার জনৈকা নাবালিকা কন্যার পরিবারের দারিদ্রতার সুযোগে তেলিয়ামুড়ার রাজনগর এলাকার পিন্টু কুমার দাস নামের এক চানাচুর ব্যাবসায়ী উনার বাড়িতে ওই নাবালিকা মেয়েটির মামার মাধ্যমে তাকে গৃহ পারিচারিকা হিসেবে নিযুক্ত করে। তবে অভিযোগ, কিছুদিন পর থেকেই পিন্টু কুমার দাসের বাড়িতে সংশ্লিষ্ট নাবালিকা কন্যার উপর অকথ্য নির্যাতন চলতে থাকে এবং ঠিকমতো খাবার না দেওয়ার মতো জঘন্য অভিযোগও উঠে। এদিকে কোন ভাবে ঘটনার খবর গিয়ে পৌঁছায় খোয়াই চাইল্ড লাইনে , আর সেই খবরের উপর ভিত্তি করে গোপনে খোয়াই চাইল্ড লাইন তেলিয়ামুড়া শ্রম কমিশনার সহ পুলিশ প্রশাসনের সহায়তায় পিন্টু কুমার দাসের বাড়িতে অভিযান চালিয়ে নির্যাতনের শিকার নাবালিকা কন্যাকে উদ্ধার করে। শেষ সংবাদ পর্যন্ত সংশ্লিষ্ট মেয়েটি রয়েছে চাইল্ড লাইনের হেফাজতে।
জানা গেছে, এক্ষেত্রে চাইল্ড লাইন সহ প্রশাসন উপযুক্ত আইনি ব্যাবস্থা গ্রহণ করতে চলেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য