খোয়াই প্রতিনিধি ৪ ঠা আগস্ট……খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্সে সুলভ মূল্যে পিঁয়াজ বিক্রির আয়োজন করা হয় মার্চেন্ট এসিসিয়েশনের পক্ষ থেকে। সোমবার সকাল ৮ টা থেকে খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে খোয়াই শহরের কয়েকজন বড় বড় ব্যবসায়ী মিলে প্রতি কেজি পেঁয়াজ ৩৮ টাকা দরে সুলভ মূল্য বিক্রি করা হয়।এই বিষয়ে খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মিহির পাল চৌধুরী বলেন এই ধরনের উদ্যোগ সারা রাজ্য চলছে তাই খোয়াই সুভাষ পার্কের ব্যবসায়ীরা মিলে এক সিদ্ধান্ত করেন যে সুলভ মূল্যে পিঁয়াজ বিক্রি করা হবে, তাতে অনেক ব্যবসায়ী সহ মার্চেন্ট এসোসিয়েশন মিলে প্রশাসনের সাথে যোগাযোগ করে এই উদ্যোগ নেওয়া হয়। এক কথায় একটি সমাজসেবা মূলক কাজ হিসেবে বলে জানান সভাপতি মিরপাল চৌধুরী ।কম দামে পিয়াজ বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা যায় ।এই পেঁয়াজ বিতরণ অনুষ্ঠানটি সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ।এর জন্য প্রচুর পিয়াজ মজুদ করে রাখা হয়েছে যেতে কোন গ্রাহক ফিরে না যায়। এতে করে গ্রাহকরা অনেকটাই উপকৃত হবে বলে বলে আশা ব্যক্ত করেন খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট এসিয়েশনের সভাপতি মিহির পাল চৌধুরী। তিনি আরো জানান খবর লেখা পর্যন্ত অর্থাৎ দুপুর একটা ৩০ মিনিটের মধ্যে প্রায় ১০ কুইন্টাল এর মত পেঁয়াজ গ্রাহকরা সংগ্রহ করে নিয়ে গেছেন। তিনি আশা ব্যক্ত করেন বেলা চারটার মধ্যে খোয়াইয়ের অধিকাংশ গ্রাহকরা মার্চেন্ট এসিয়েশনের উদ্যোগে পিয়াজ বিক্রি কেন্দ্র থেকে পেঁয়াজ সুলভ মূল্যে সংগ্রহ করবেন।এবং যার যতটুকু দরকার সে সেই পরিমাণ নিয়ে যেতে পারবে।তবে এখান থেকে সুলভ মূল্যে পেঁয়াজ নিয়ে কেউ যাতে কালোবাজারি না করে সেই দিকটাও লক্ষ্য রেখেছেন মার্চেন্ট এসোসিয়েশন। পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এই অবস্থায় মার্চেন্ট এশিয়েশন এর অভিনব পদ্ধতির মাধ্যমে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগকে খোয়াইয়ের আপামর জনগণ খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট এসোসিয়েশন কে সাধুবাদ জ্ঞাপন করেন।