আর ৫০ দিনও সময় নেই। মা আসছেন ।বাঙালির সেরা উৎসব দুর্গাপূজোকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের মতো রাজ্যের রাজধানী আগরতলাতেও শুরু হয়েছে পুজু প্রস্তুতি ।উষাবাজার থেকে আশ্রম চৌমুহনী ,দুর্গা চৌমুহনী থেকে ড্রপ গেট প্রতিটি এলাকার বনেদি ক্লাবগুলোতে চলছে থিম পুজোর প্রস্তুতি ।আর এরই মধ্যে শুরু হয়ে গেছে চোরেদের উৎপাতও। রবিবার গভীর রাতের কোন এক সময়ে রাজধানীর লেক চৌমুহনী বাজারের একটি কাপড়ের দোকানে হানা দেয় চোরের দল ।চোরের দল দোকানের পিছন দিকের গ্রিল এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বেশ কিছু মূল্যবান কাপড় চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে মালিক দোকানে প্রবেশ করে দুঃসাহসিক চুরির বিষয়টি প্রত্যক্ষ করেন ।খবর পেয়ে ছুটে আসে পুলিশ ।এই ঘটনায় লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায় । রাতের শহরে পুলিশি ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করে ।এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।