Thursday, September 12, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদ এলাকার জল নিকাশি ব্যবস্থা দুর্বল হবার কারণে এক ঘন্টার...

খোয়াই পুর পরিষদ এলাকার জল নিকাশি ব্যবস্থা দুর্বল হবার কারণে এক ঘন্টার বৃষ্টিতে খোয়াই পুর পরিষদের ৪ নং ওয়ার্ডের রাস্তা জলের তলায় ভোগান্তি পথ চালিত মানুষের

খোয়াই প্রতিনিধি ২ শে আগস্ট….খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা প্রায় সময়ই সাংবাদিকদের ডেকে মৌখিক ভাবে অথবা প্রেসমিটের মাধ্যমে সাংবাদিকদের অবগত করান যে খোয়াই পুর পরিষদ খোয়াই শহরের সৌন্দর্যকে আরো উন্নত করতে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে খোয়াই শহরকে উন্নত করার বুলি আওড়ালেও দেখা গেছে ২০১৮ সালের নির্বাচনের পর থেকে আজ অব্দি খোয়াই শহরে পুরো পরিষদের উদ্যোগে কোন ধরনের উন্নয়ন মূলক কাজ চোখে পড়েনি।এদিকে খোয়াই শহরকে সৌন্দর্য করা ত দূরের কথা শহরের রাস্তাঘাটের চেহারা দেখলে মনে হবে না পুর পরিশধ নামক কোন একটি দপ্তর রয়েছে।যেখানে পুর পরিষদের চেয়ারম্যান খোয়াই এর উন্নয়নের জন্য কোটি কোটি টাকা কেন্দ্র থেকে দিচ্ছে সেই টাকার গল্প করলেও ঐ টাকার সিকি ভাগোও খোয়াই শহরের উন্নয়নের জন্য কাজে লেগেছে কিনা কেউ জানে না।তাহলে সেই কোটি কোটি টাকার গল্পটা কি ভুয়া নাকি জন গণ কে মূর্খ বানানোর জন্য এই প্রলাপ করেন সেই প্রশ্নটাই তুলছে এখন খোয়াই বাসি। কারণ কোন দৃষ্টান্তমূলক কাজের কোন উদাহরণই দেখতে পাইনি খোয়াই বাসি।তাইতো শনিবার বিকেলে এক ঘন্টার অধিক বৃষ্টিতে খোয়াই পৌর এলাকার ৪ নং ওয়ার্ড তথা ভারত কল্যাণ সংঘ ক্লাব এলাকার সামনের রাস্তাটি প্রায় দুই থেকে আড়াই ফুট জলের তলায় চলে যায়। প্রায় ঘন্টা খানেক ধরে ছোট ছোট যানবাহন গুলি চলা চলে খুবই কষ্টের সম্মুখীন হতে হয়েছে।তারমধ্যে সেই জলের নিচে রাস্তায় বড় বড় গর্ত রয়েছে সেই গুলি বৃষ্টির জলের কারণে কারোর চোখে পড়ছে না আর তাতেই হচ্ছে দুর্ঘটনা।অথচ এই জায়গাটি পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মার বাড়ি থেকে ১০০ মিটার দূর হবে এবং এই রাস্তা দিয়েই তিনি চলাচল করেন। সম্প্রীতি খোয়াই শহর লাগুয়া ২০৮ নং জাতীয় সড়কের নির্মাণ কাজ চলছে পুরো জোর কদম তাতে জাতীয় সড়ক নির্মাণের কাজ প্রায় সমাপ্তির পথে । অথচ জাতীয় সড়ক নির্মাণ করতে গিয়ে যে সমস্ত রাস্তাগুলি ব্যবহার করা হয়েছে সেই রাস্তাগুলির বেহাল দশা গুলি লক্ষণীয়। যেই রাস্তা গুলি দিয়ে জাতীয় সড়ক নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী বহন করে নেওয়া হয়েছে এতে করে খোয়াইয়ের এর বেশ কিছু রাস্তা ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। যদিও জনগণের পক্ষ থেকে বারবার জাতীয় সড়ক নির্মাণ সংস্থার কাছে জানানোর পরও কাজের কাজ কিছু হচ্ছে না। আবার প্রশ্ন হল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পুর এলাকাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করার পরও সাধারণ বৃষ্টিতে যে বেহালদশা পরিণত হয়েছে খোয়াই পুর এলাকার ভারত কল্যাণ ক্লাব সংলগ্ন রাস্তার।আর তাতে করে ওই এলাকার জনগণ রাস্তায় জল জমার কারণে শনিবার বিকেল থেকে রাত অব্দি ঘর বন্দী কেউ ঘর বের হতে পারেনি বলে অনেকেই অভিযোগ করেন ।এতে খোয়াইয়ের সাধারণ জনগণ থেকে শুভবুদ্ধি সম্পন্ন জনগণ অনেকটা উদ্বিগ্ন
শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিযোগ সাধারণ বৃষ্টিতে এইরকম অবস্থায় পরিণত হলে ভারি মাত্রায় বৃষ্টি হলে খোয়াই পুর এলাকার ভারত কল্যাণ সংঘ ক্লাব সম্মুখের রাস্তার কি অবস্থা পরিণত হতে পারে । যদিও শোনা যায় খোযাই পুর পরিষদের চেয়ারম্যান নাকি আপ্রাণ চেষ্টা করছেন খোয়াই শহরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। তারপরও কিছু কিছু ব্যবস্থাপনার জন্য কাজের কিছুটা খামতি চোখে পড়ছে। এখন দেখার বিষয় এই রাস্তাটি মেরামতের জন্য পুর পরিষদের উদ্যোগে জাতীয় সড়ক নির্মাণ সংস্থা আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করেন অথবা খোয়াই পুরু পরিষদ খোয়াই শহরকে সৌন্দর্য এবং উন্নয়নের জন্য কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য