Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পশ্চিম সিঙ্গী ছাড়া এলাকায় ১৫ ফুট উচ্চতার কালীপূজায় ব্রতি হয়েছে এলাকাবাসী

খোয়াই পশ্চিম সিঙ্গী ছাড়া এলাকায় ১৫ ফুট উচ্চতার কালীপূজায় ব্রতি হয়েছে এলাকাবাসী

খোয়াই সিঙ্গিছড়া বেলতলী এলাকাতে পশ্চিম সিঙ্গাছড়ার এলাকাবাসী মঙ্গলবার চতুর্দশীর দিনে ১৫ ফুট উচ্চতার কালী মায়ের প্রতিমা বানিয়ে পূজায় ব্রতি হয়েছেন। যদিও এই পূজার পেছনে কয়েকজনের মানত ছিল বলে জানা যায় তার মধ্যে অঞ্জন নাথ শর্মা ২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মানত করেছিলেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ১৫ ফুট মা কালীর প্রতিমা বানিয়ে পুজো করবেন। পরিস্থিতি অনুকূলে থাকার কারণে অঞ্জন নাথ শর্মা সহ পশ্চিম সিঙ্গিছড়ার এলাকাবাসী এক জোট হয়ে এই পুজো করার উদ্দেশ্যে বিগত এক মাস ধরে কাজ করে চলেছেন। এই পূজোর বাজেট এক লক্ষ টাকা। এর মধ্যে ১৫ ফুট উচ্চতার কালীর প্রতিমা বানাতে খরচ হয়েছে ২৮ হাজার টাকা। শিঙি ছাড়া বেলতলী যে এলাকাতে কালীপূজা হচ্ছে সেখানেই টিনের অস্থায়ী ছওনি বানিয়ে প্রতিমা তরীর কাজ চলছিল গত একমাস ধরে।এই মা কালীর প্রতিমা বানিয়েছেন এলাকার দুই ভাই শিবব্রত শর্মা চৌধুরী ও শংকর শর্মা চৌধুরী। এই পূজা কে কেন্দ্র করে পশ্চিম সিঙ্গিছড়া বেলতলী এলাকার সমস্ত এলাকাবাসী ব্যাপক খুশি। এই পুজোকে কেন্দ্র করে সমস্ত এলাকাবাসী সবাই যার যার সাধ্যমত আর্থিক ভাবে সাহায্য করেছে বলে জানা যায়। এবং মঙ্গলবার রাতেই পূজোর শেষে সমস্ত এলাকাবাসীকে মহাপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। একই দিনে খোয়াই মহাকুমার বিভিন্ন এলাকাতে কালীপূজার আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য