রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বৃহস্পতিবার দুপুরে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে খোয়াই মহকুমা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের জনগণের পানীয় জল রাস্তাঘাট সহ আরো বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করলেন খোয়াই জেলা প্রশাসনের সাথে। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা, খোয়াই জেলাশাসক ডি কে চাকমা, অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা। এছাড়াও ছিলেন পূর্ত দপ্তর, স্বাস্থ্য দপ্তর, ডি ডব্লিউ এস দপ্তর, শিক্ষা দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বৈঠকের পর সরকারি ডাকবাংলাতে এক প্রেস মিট এর মাধ্যমে জানান খোয়াইয়ের বিভিন্ন অঞ্চলে পানীয় জল, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, সেচ ব্যবস্থা ইত্যাদিতে ব্যাপক সমস্যা চলছে। অবিলম্বে এ সব সমস্যাগুলো দূর করার জন্য বৈঠকে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়। তিনি বলেন বিরোধী দলে থেকে সরকারকে কাজ করার সুযোগ দেওয়া হবে। সরকারের ভুল ত্রুটি গুলো ধরিয়ে দেওয়া হবে। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রায়ই বলে থাকেন জনগণের স্বার্থে কাজ করতে চাই- প্রয়োজনে দেখিয়ে দিন কোথায় কি কাজ করতে হবে। তাই রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীকে আমরা সহযোগিতা করব। তবে জনগণের স্বার্থে যে কাজগুলো হবে তা যেন হীরার মত চকচকে হয় সেই দাবি করলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এছাড়া তিনি এও বলেন বিভিন্ন এলাকাতে জনগণের সমস্যা গুলি নিয়ে সরকারের সাথে লড়াই করবেন যাতে করে জনগণের সমস্যা সমাধানে সরকার এগিয়ে এসে সাহায্য করে এবং সর্বদা জনগণের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।