বৃহস্পতিবার দুপুরে ঝটিকা সফরে খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শন করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শনের পাশাপাশি সাধারণ রোগীদের সাথেও তিনি যত্ন সহকারে কথা বলেন এবং জানতে চান হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকেরা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দিচ্ছে কিনা রোগীদেরকে। সে বিষয়ে রোগীরাও সহমত পোষন করেন তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে রোগীরা জানন। তবে এই সমস্যাগুলি পরিকাঠামগত হওয়ার কারণে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা করতে পারে না চিকিৎসকেরা। পরবর্তীতে হাসপাতালের মেডিকেল সুপারেনডেন্ট রাজেশ দেববর্মার সঙ্গে মিলিত হয়ে হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আলোচনা করেন। এবং মেডিকেল সুপারের অফিস কক্ষ দেখে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা আশ্চর্য হয়ে পড়েন যে একজন মেডিকেল সুপার এর অফিস একটি জেলখানার কক্ষের মতো যা মেনে নেওয়া যায় না। এই ধরনের কক্ষে বসে একজন মেডিকেল সুপার মানসিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না রোগীদের কথা ভেবে তাই তিনি বিষয়টি নিয়ে উচ্চ মহলের সাথে আলোচনায় বসবেন বলে জানান। শেষে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন খোয়াই জেলা হাসপাতালের সঠিক স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরী একটি জেলা হাসপাতাল হয়ে যতটুক পরিকাঠামো দরকার তার বিন্দুমাত্র নেই এই খোয়াই জেলা হাসপাতালে এক কথায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খোয়াই জেলা হাসপাতালটি দীর্ঘদিন ধরে। তিনি এও বলেন ছোট থেকে তিনি এই হাসপাতালে পরিসেবাও নিয়েছেন এই হাসপাতালের মান আগে যা ছিল এখনো তাই রয়েছে একটুকুও পাল্টায়নি শুধু পাল্টিয়েছে মহকুমা হাসপাতাল থেকে জেলা হাসপাতাল নামাকরণটি। এক কথায় খোয়াই জেলা হাসপাতালটি বিভিন্ন সমস্যায় ভুগছে কয়েক দশক ধরে।এই জেলা হাসপাতালের পরিকাঠামোগত মান অনেকটাই দুর্বল যা তিনি স্বচক্ষে দেখেছেন বলে জানান। তিনি এই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নজরে আনবেন বলেও জানান। কারণ ডক্টর মানিক সাহা নিজে একজন চিকিৎসক হয়ে বুঝতে পারবেন একটি জেলা হাসপাতাল রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে গেলে কি ধরনের সুযোগ-সুবিধা থাকা দরকার সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা স্ব শরীরে লিখিত অভিযোগের মাধ্যমে খোয়াই জেলা হাসপাতালের বিভিন্ন সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।