Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদমহাসপ্তমীর পর বুধবারের উষালগ্নে মহাঅষ্টমীর স্নানযাত্রা

মহাসপ্তমীর পর বুধবারের উষালগ্নে মহাঅষ্টমীর স্নানযাত্রা

বসন্ত কালের বাসন্তী পূজা। মঙ্গলবার মহাসপ্তমীর পর বুধবারের উষালগ্নে মহাঅষ্টমীর স্নানযাত্রা। অন্যান্য বছরের ন্যায় এবছরও মহাধুমধামের এর সাথে অষ্টমীর স্নান পর্ব চলছে অন্নপূর্ণা ঘাটে। তেলিয়ামুড়া পৌর পরিষদের ১০নং ওয়ার্ডের অর্থাৎ খোয়াই নদী সংলগ্ন অন্নপূর্ণা ঘাটে এই স্নান পর্ব চলছে বুধবার উষালগ্ন থেকে। স্নান করে পূনাজন করার জন্য মানুষজনদের উপচে পড়া ভীড় ছিল খোয়াই নদীর অন্নপূর্ণা ঘাটে। বেলা বাড়ার সাথে সাথে মানুষজনদের ও ভীড় বাড়তে থাকে খোয়াই নদীর ঘাটে। এ যেন এক জমজমাট অষ্টমীর স্নান পর্ব। এদিনে নদীর ঘাটে অনেক পুণ্যার্থী তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল ও দান করেন। এই অষ্টমী স্নান পর্বকে কেন্দ্র করে দুইদিনব্যাপী মেলাও অনুষ্ঠিত হয় কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। এ প্রসঙ্গে পৌরপরিষদের ১০ নং ওয়ার্ডের নোমিনেটেড পৌর কাউন্সিলর আশিস দাস এবং মেলা কমিটির সম্পাদক জানান,, দীর্ঘ প্রায় ৮৫ বছর ধরে অন্নপূর্ণা ঘাটে মহাঅষ্টমীর স্নান পর্ব চলছে। তবে এ বছরও কোনো ব্যতিক্রম হলো না। স্নান পর্ব সাথে পাল্লা দিয়ে অন্নপূর্ণা মন্দিরে চলছে পূজাঅর্চনা। এই স্নান পর্ব কে মাথায় রেখে বর্তমান সরকার পুণ্যার্থীদের যাতায়াতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য মন্দির ঘাটটিকে সুন্দরতম করে তুলে স্থানীয় প্রশাসন এবং বিধায়িকা কল্যাণী সাহা রায় এর হস্তক্ষেপে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য