ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের আড়ালিয়া অঞ্চল কমিটির সম্মেলন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার ।আড়ালিয়া এলাকার লোকনাথ পাড়ায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী ,প্রাক্তন কর্পোরেটর সুশান্ত দাস ,ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, ডুকলি বিভাগীয় কমিটি সভাপতি অরিন্দম বিশ্বাস সহ অন্যান্যরা। এই রক্তদান শিবির কে কেন্দ্র করে আড়ালিয়া অঞ্চলের ডিওআইএফআই কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় ।এই রক্তদান শিবির প্রসঙ্গে ডিওআইএফআই নেতৃত্ব অরিন্দম বিশ্বাস জানান ,ডুকলি বিভাগের ১৫ টি অঞ্চলের মধ্যে আড়ালিয়া অঞ্চল একটি অন্যতম। তিনি আরো বলেন ,গোটা রাজ্য যখন নেশায় ছেয়ে গেছে ,ট্রেন বোঝাই করে নেশা সামগ্রী রাজ্যে আনা হচ্ছে ,তখন সর্বনাশা নেশার বিরুদ্ধে লড়াই জারি রেখেছে ডিওয়াইএফআই । আমরা রক্তদান শিবির ,দুস্থদের সহযোগিতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থেকে এই লড়াইকে আরো ঐক্যবদ্ধ করে তোলার চেষ্টা জারি রেখেছি।