নববর্ষের দিনে রাজ্যবাসীকে মাছে ভাতে রাখার উদ্যোগ গ্রহণ করল মৎস্য দপ্তর। পয়লা বৈশাখের দিন রাজ্যের একুষ্টি স্থানে সরকারি ন্যায্য মূল্যে মাছ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য দপ্তর। এদিন সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
রাজ্যেও বাঙালির প্রিয় খাদ্য মাছ ।আর বছর শুরুর দিনে বাঙালির পাতে মাছ চাইই চাই। অগ্নি মূল্যের বাজারে সাধ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখেই পয়লা বৈশাখের দিন রাজ্যবাসী মাছ খাওয়ার চেষ্টা করেন। রাজ্যবাসীর এই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে রাজ্যের মৎস দপ্তর ।পয়লা বৈশাখ উপলক্ষে মৎস্য দপ্তর রাজ্যের ২১ট স্থানে ন্যায্য মূল্যে মাছ বিক্রি করবে ।সোমবার মৎস্য দপ্তরের মন্ত্রি সুধাংশু দাস এই সংবাদ জানিয়েছেন। মঙ্গলবার সকাল আটটা থেকে নির্ধারিত এই ২১ স্থানে ফাস্ট কাম ফাস্ট সার্ভিস ভিত্তিতে ন্যায্য মূল্যে মাছ বিক্রয় করা হবে ।মৎস্য মন্ত্রী আরো জানান ,বাজার থেকে কম দামে মাছ বিক্রি করবে মৎস্য দপ্তর ।রাজ্যে উৎপন্ন রুই ,কাতল কার্ফু, কালা বাউশ প্রভৃতি এক কিলোর নিচের মাছগুলি বিক্রি করা হবে কেজি প্রতি ২২০ টাকা দরে ।এক কিলো থেকে বড় কিন্তু দুই কিলো থেকে কম ওজনের মাছের মূল্য কেজি প্রতি ২৫০ টাকা ।২ কিলো বা তার বেশি ওজনের মাছের মূল্য কেজি প্রতি ৩৫০ টাকা। মন্ত্রী আরো জানান ,মৃগেল এবং ঘাস কার্ফ বিক্রি করা হবে এক কেজির নিচে ২০০ টাকা দরে ,দুই কেজির নিচে কিলো প্রতি ২২০ টাকা দরে এবং এর চেয়েও বেশি ওজনের মাছের মূল্য থাকবে কেজি প্রতি আড়াইশো টাকা আর এর চেয়েও বেশি ওজনের মৃগেল এবং ঘাস কার্ফ বিক্রি করা হবে কেজি পতি ৩৫০ টাকা দরে ।মন্ত্রী জানান ,রাজধানীর মহারাজগঞ্জ বাজারের এপেক্স ফিশারীতে ইলিশ মাছ বিক্রি করা হবে। 800 গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ মাছের মূল্য থাকবে বারোশো টাকা ।এক কেজি থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশ মাছের মূল্য থাকবে কিলো প্রতি ১৩০০ টাকা। ১২০০ গ্রাম থেকে এক কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছের মূল্য থাকবে কেজি প্রতি ১৫০০ টাকা।
১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মৎস্য মন্ত্রী সুধাংশু দাস ।বাংলা নববর্ষ রাজ্যবাসীর জীবনে আরও বেশি সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক -ইশ্বরের নিকট এই কামনা করেন তিনি।
এদিন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আরো জানান ,মোট ৬ হাজার কিলো মাছ বিক্রি করা হবে । উল্লেখযোগ্য মাছ বিক্রির স্থান গুলি হল কাঞ্চনপুরের ফিস সিডিং সেন্টার বা এফএসসি, কাঞ্চনপুর মৎস্য সুপারের কার্যালয় ,পানিসাগর মৎস্য সুপারের কার্যালয় ,ধর্মনগরের গঙ্গানগরস্থিত ফিস ব্রিডিং ফার্ম ,ধর্মনগর মৎস্য সুপার অফিস ,কুমারঘাট মৎস্য সুপার অফিস প্রাঙ্গন, ফটিকরায় বাজার প্রভৃতি।