সারা দেশের সাথে রাজ্যেও ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর জন্ম জয়ন্তী উদযাপন করা হয় ।এই উপলক্ষে বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্যরা।
সোমবার দেশের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকর এর ১৩৪ তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে সারাদেশের সাথে রাজ্যেও ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জন্মজয়ন্তী উদযাপন করা হয় ।এদিন সকালে বিজেপি রাজ্য দপ্তরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।এই অনুষ্ঠান প্রসঙ্গে বিজেপির তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস বলেন, সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের জন্ম দিবস আগেও উদযাপন করা হতো ।কিন্তু বর্তমানে এই জন্মজয়ন্তী উদযাপন কে ঘিরে উৎসাহ এবং উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে ।দেশের তপশিলি জাতিসহ সকল অংশের জনগণের জন্য উনার অবদান ছিল অপরিসীম ।বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন ছিল সমাজকে সামাজিক ও আর্থিকভাবে এক সূত্রে আনা। এর জন্য তিনি নিরলস প্রচেষ্টা জারি রেখেছেন ।তিনি আরো বলেন ,ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান প্রণয়ন করে গেছেন তা আজও বহিরাষ্ট্রের কাছে অনুপ্রেরণা স্বরূপ।
শুধুমাত্র প্রদেশ বিজেপি কার্যালয়েই নয় ,সোমবার বিজেপির অন্যান্য কার্যালয়েও যথাযথ মর্যাদায় সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকরের ১৩৪ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়।