১৪ এপ্রিল ভারতের সংবিধান প্রনেতা ড. বি আর আম্বেদকর’র জন্মতিথি। সারা দেশ জুড়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করা হয়। সোমবার জন্ম তিথি উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও এক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ড. বি আর আম্বেদকরের ছবিতে পুষ্পাঅর্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা। শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই দিনের তাৎপর্য উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর শুধুমাত্র ভারতের সংবিধান প্রণেতাই ছিলেন না, তিনি ছিলেন অর্থনীতিবিদ, একজন সমাজ সংস্কারক। তিনি তার পাণ্ডিত্যের জন্য সারা বিশ্বের কাছে গর্ব। তার জন্মদিন উপলক্ষে কংগ্রেসের সমস্ত বিভাগ ঐক্যবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছে বলেও জানান। রাজধানী আগরতলার পাশাপাশি অন্যান্য জেলার প্রতিটি অফিসে দিনটি উদযাপন করা হচ্ছে।