বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৩ই এপ্রিল…….খোয়াই পুর পরিষদের উদ্যোগে প্রতিবছর খোয়াই সুভাষ পার্ক স্থিত চৈত্র মেলার মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয় চৈত্র মেলার। তাতে খোয়াই মহকুমার বিভিন্ন কাপর ব্যাবসায়ী সহ বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বিভিন্ন ধরনের ব্যাবসায়ীরা তাদের দোকান খুলে বসেন। এই মেলা প্রাঙ্গণে প্রায় ১৫০ টির উপর কাপড় সহ বিভিন্ন ধরনের দোকান পাট নিয়ে ব্যাবসায়ীরা ব্যাবসা করতে আসেন। সেখানে যেমন থাকে বিভিন্ন খাদ্য সামগ্রী,বুট, বাদাম, ফুচকা,কাপরের দোকান ।এর পাশাপাশি থাকে জুতা,লেডিজ ব্যাগ, বিভিন্ন কসমেটিক্স সহ বিভিন্ন প্রসাধনীর দোকান।এই মেলাতে আসা বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায় অন্যান্য বছরের তুলনায় এবার তাদের ব্যাবসাটি মন্দা।করন জানতে চাইলে এর সঠিক কারণ তারা বলতে পারছেনা। কয়েক জনকে বাদ দিলে প্রায় সবারই ব্যাবসা মন্দা।তার ধারনা করছেন ইতি মধ্যে রেগার কোন পেমেন্ট হয়নি। পাশাপাশি শনিবার থেকে ব্যান্ক বন্ধ হয়ত তার কারনেই বাজারের এই অবস্থা। চৈত্রের শেষের বাজারেও তেমন কোন ভীর লক্ষ্য করা যায়নি।তবে এবছর চৈত্রের বাজার মন্দাই বলা যায়। তবে তারা আসাবাদি শেষ ১৪ই এপ্রিল অর্থাৎ সোমবার দিনটি তাদের হাতে রয়েছে ঐদিন ভালো ব্যাবসার আশা করছেন বলে জানান তারা।