সংবিধান প্রনেতা ডঃ বি আর আম্বেদকর এর জন্ম জয়ন্তী উপলক্ষে ম্যাগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করল রাজধানীর পুঞ্জবন সেবক সংঘ ।স্বাস্থ্যশিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় ।ক্লাবের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।
আগামীকাল সোমবার ,14 এপ্রিল দেশের সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকর এর ১৩৫ তম জন্মবার্ষিকী। সংবিধান প্রণেতার জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রবিবার ক্লাব গৃহে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে রাজধানীর কুঞ্জবন সেবক সংঘ ।স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষাও করা হয় ।এই স্বাস্থ্যশিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত, ক্লাবের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা ।এই স্বাস্থ্য শিবির প্রসঙ্গে কুঞ্জবন সেবক সংঘের কর্মকর্তা দীপঙ্কর দাস জানান ,সারা বছরই কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়।গত মাসে রক্তদান শিবির করা হয়েছে। এই রক্তদান শিবিরে ৪০ জন ক্লাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। এলাকার দুস্থদের মধ্যে প্রতিবছর বস্ত্র দান করা হয় ।তিনি জানান সংবিধান প্রণেতা ডঃ আম্বেদকর এর জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছে।
এদিন কুঞ্জবন সেবক সংঘ আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে এলাকার প্রচুর সংখ্যক জনগণ বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবার সুযোগ গ্রহণ করেন ।ক্লাবের এই ধরনের সামাজিক কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত।