Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যওয়াকঅফ আইন ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজধানীতে সিপিএমের প্রতিবাদ...

ওয়াকঅফ আইন ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাজধানীতে সিপিএমের প্রতিবাদ মিছিল

ওয়াকফ সংশোধনী আইন এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে প্রতিবাদ মিছিল সংঘটিত করল সিপিআইএমের ডুকলি মহকুমা কমিটি ।এদিন রাজধানীর ড্রপ গেট এলাকা থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে নাগেরজলায় এসে সমাপ্ত হয় ।এই প্রতিবাদী মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম নেতৃত্ব সমর চক্রবর্তী ।এদিন নাগের জলায় তিনি জানান, সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করার লক্ষ্যে ওয়াকফ সংশোধনী আইন তৈরি করা হয়েছে। অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তও প্রত্যাহার করতে হবে ।তিনি আরো জানান ,একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য আকাশছোঁয়া, অপরদিকে বেকারদের মধ্যে কাজ নেই ।এই অবস্থায় মরার উপর খাড়ার ঘা এর মত রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই মূল্য বৃদ্ধি জনগণের উপর বিরাট আর্থিক বোঝা বলে মনে করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য