Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে ক্রিড়া দপ্তরের বিভিন্ন কর্মসূচি

ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে ক্রিড়া দপ্তরের বিভিন্ন কর্মসূচি

বিগত বছরের ন্যায় এ বছরও সংবিধান প্রনেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে জনসমাগম ভালই হবে এরকমই আশা ব্যাক্ত করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দিপক মজুমদার ।

উল্লেখ্য সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের ক্রিড়া দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তা নিয়ে এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকত্তা এস বি নাথ সহ অন্যান্যরা। এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে ৬টি ইভেন্টে কিছু খেলাধুলার আয়োজন করা হয়েছে বলে জানান , এর মধ্যে রয়েছে ফুটবল, টাগ অফ ওয়ার, ভলিবল , মিউজিক্যাল চেয়ার, কাবাডি, যোগা ইত্যাদি । এছাড়া সংবিধান প্রনেতার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসুচীগুলি আগামী ১৬ এবং ১৭ই এপ্রিল পালন করা হবে সম্ভবত রাজধানির উমাকান্ত ময়দানে এবং বিগত বছরের ন্যায় এই বছরও সাফল্যের সহিত উদযাপন করা হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য