কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘আকাশ ৮ সুপার স্টার’-এ প্রথম স্থান অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করল রাজ্যের ছুট্ট আট বছর বয়সী কন্যা রাজস্মিতা। পিতার নাম রাজীব দাস ও মাতার নাম দেবস্মিতা দত্ত । রাজস্মিতা সংগীতচর্চার প্রাথমিক তালিম পেয়েছে নিজের মার কাছ থেকেই । মায়ের শিখানো পথেই এগিয়ে চলে খুদে সংগীতশিল্পী গোটা দেশবাসীকে দেখিয়ে দিলো সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টার মাধ্যমে যে কোনো বড় মঞ্চকেও জয় করা সম্ভব । এদিন শো-এর ফাইনাল পর্বে নিজের মা দেবস্মিতার ছোটবেলার গুরুমা মিতালী ঘোষকে উৎসর্গ যে গান পরিবেশন করে রাজস্মিতা তা বিচারকদের মুগ্ধ করে, বিচারকরা মুগ্ধ হয়ে “মনে হচ্ছে যেন তোরই গান এটি“ মন্তব্য করেন । রাজস্মিতা যেন ভবিষ্যতে আরও বড় মঞ্চে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারে সেই কামনা করে রাজস্মিতা ও তার পরিবার গোটা রাজ্যবাসী এবং মিডিয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ও আশীর্বাদ কামনা করেন ।