নেশার করাল থাবা থেকে যুবশক্তিকে রক্ষা করার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা ।বৃহস্পতিবার বাধারঘাটে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে হকি, একলেটিক্স এবং ফুটবলের সিনথেটিক মাঠের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিধায়িকা মিনারানী সরকার ,আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা।
পঞ্চাশের দশকে উমাকান্ত একাডেমির ময়দানে গোল রক্ষা করতে গিয়ে মাঠেই প্রাণ হারান তখনকার সময়ের উমাকান্ত একাডেমীর গোলকিপার প্রতুল ভট্টাচার্য। এই ঘটনার ৬৫ বছর পর বৃহস্পতিবার বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে প্রয়াত গোলকিপারের নামে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন হলো ।এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। একই সাথে দেবভক্তি জমাতিয়া সিন্থেটিক অ্যাথলেটিকস ট্রাক এবং স্বদেশ প্রিয় নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ডেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,ক্রিয়া ক্ষেত্রে উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করে চলছে ।এখন পর্যন্ত আটটি সিনথেটিক ফুটবল মাঠ হয়েছে। উদয়পুরে আরো কটি হচ্ছে।তিনি জানান ,রাজধানীর ভোলাগিরি সংলগ্ন এলাকায় নতুন করে একটি স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় জানান, রাজ্যে খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে ।এতদিন শুধু আগরতলা কেন্দ্রিক খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলা হতো ।বর্তমানে গোটা রাজ্য জুড়ে খেলাধুলার পরিকাঠামো গড়ার কাজ করে চলছে সরকার। এদিন অনুষ্ঠান শেষে তিনটি সিনথেটিক মাঠ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সহ ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ও অন্যান্যরা।