ওদের কাজ রক্ত ঝরানো, আর আমাদের লক্ষ্য রক্তদানের মধ্য দিয়ে মানুষের জীবন বাঁচানো ।রবিবার শহীদ ভগৎ সিং ,সুখদেব এবং রাজগুরুর ৯৫ তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে ডি ওয়াই এফ আই এর মধ্য বনমালীপুর অঞ্চল কমিটি আয়োজিত রক্তদান শিবিরে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।
ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য যুবসমাজকে উদ্দীপিত করার দায়িত্বে ছিলেন ভগৎ সিং ,সুখদেব এবং রাজগুরু। এই ত্রয়ী বিপ্লবীর সাংগঠনিক কার্যকলাপ ব্রিটিশ প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এর ফলেই ব্রিটিশ প্রশাসনের হাতে এই তিন বীর বিপ্লবীর শহীদের মৃত্যুবরণ করতে হয়। রবিবার এই তিন বীর বিপ্লবীর শহীদ দিবস ৯৫ তম বর্ষে পদার্পণ করেছে ।এই উপলক্ষে সিপিআইএমের যুব সংগঠন ডিওআইএফআইয়ের মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার রাজধানীর হরিজন কলোনি এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ রক্তদাতাদের উৎসাহিত করেন। এই কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে জানান, রক্তদান দলের একটি চলমান প্রক্রিয়া ।পার্টির নির্দেশক্রমে দলের বিভিন্ন গণসংগঠন এই রক্তদান শিবির কর্মসূচির আয়োজন করে থাকে ।এ দিন বীর বিপ্লবী ভগৎ সিং ,সুখদেব এবং রাজগুরুর ৯৫ তম শহীদান দিবস উদযাপন উপলক্ষে ডি ওয়াই এফ আই এস মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান ,রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অসহায় এবং মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানো দলের একটি অন্যতম সামাজিক কর্তব্য এবং দায়িত্ব ।শনিবার রাজধানীর জয়নগর এলাকার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি জানান, আমরা রক্তদানের মত মহতি উদ্যোগ গ্রহণ করে দুঃস্থদের জীবন বাঁচানোর ক্ষেত্রে এগিয়ে আসি আর শাসক দলের লক্ষ্য হলো অহেতুক রক্ত ঝরানো। এটাই আমাদের সাথে শাসকদলের নীতিগত পার্থক্য বলে জানান সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।
এই রক্তদান শিবিরে ডিওয়াইএফআই কর্মী সমর্থক ছাড়াও সিপিআইএমের নেতৃবৃন্দও রক্ত দান করেন ।রক্তদান শিবিরকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।