ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা এবং “এক দেশ, এক রেশন কার্ড” প্রকল্পের বাস্তবায়ন। আগামী 31 মার্চের ভেতর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দপ্তর। তাছাড়া ত্রিপুরা সরকার “এক দেশ, এক রেশন কার্ড” প্রকল্পের বাস্তবায়নে প্রথম উত্তর-পূর্ব রাজ্য হিসেবে পরিচিত। ত্রিপুরা সরকার বিভিন্ন জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে রেশন কার্ডের ডেটাবেস অন্তর্ভুক্ত করা হয়েছে।এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, সুবিধাভোগীরা দেশের যে কোনো প্রান্তে রেশন নিতে পারবে। কিন্তু রাজ্যের রেশন ভুক্তরা গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকারের ঘোষণা কে। আর মাত্র আট দিন বাকি কিন্তু এখনো অর্ধেকের বেশি ভোক্তা কে ওয়াই সি সম্পূর্ণ করেনি। ফলে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হতে পারে।রেশন ডিলাররা তাই আবেদন রাখছেন প্রত্যেকে যেন ৩১ মার্চের ভেতর আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে রেশন দোকানে গিয়ে কে ওয়াই সি করিয়ে নেন এবং রাজ্য সরকারের প্রকল্পকে বাস্তবায়নের সহায়তা করেন।