ঐক্যবদ্ধ কাজেরই সুফল রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার অগ্রগতি ।শুক্রবার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকীভবনে আয়োজিত অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং, পশ্চিম জেলার সহ-সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য জেলার সভাধিপতিগণ।
শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে মধ্য দিয়ে পঞ্চায়েতগুলিকে 475 টি কম্পিউটার প্রদান করা হয়। পাশাপাশি জাতীয় পঞ্চায়েত পুরস্কারের সেরা পারফরমাদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় ।এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি বিশ্বজিৎ শীল ,বিভিন্ন জেলার জেলা পরিষদের সভাধিপতিগণ এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা ।এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন পঞ্চায়েতের আধিকারিক ও প্রতিনিধিদের হাতে কম্পিউটার ও পুরস্কার তুলে দেন ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,দেশের ৭৫ ভাগ গ্রাম ।গ্রামের উন্নয়নে পঞ্চায়েতের অবদান যথেষ্ট ।গ্রাম উন্নয়ন হলেই দেশ উন্নতি হবে ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই লক্ষ্যেই কাজ করে চলছেন ।কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারও একই লক্ষে কাজ করে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,এই স্বীকৃতি দেশের মধ্যে রাজ্যের পঞ্চায়েতি ব্যবস্থার বিকাশকে তুলে ধরেছে। পঞ্চায়েতের তিনটি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ।এই পুরস্কার কারোর ব্যক্তিগত নয় ।আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে। এর জন্য পঞ্চায়েত দপ্তর ,গ্রাম উন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের প্রতিনিধিদের শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।