রাজ্যের মেডিক্যাল শিক্ষায় দুর্নীতির প্রতিবাদে ফের সোচ্চার বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই । প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে রাজধানীর রাজপথে বিক্ষোভ মিছিলে মিলিত হয় এরা । মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ডাইরেক্টরেট মেডিকেল এডুকেশন অফিসের সামনে গিয়ে মিলিত হয় এবং সেখানে বিক্ষোভ ধর্না সংগঠিত করে ।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন এস এফ আই রাক্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক সুজিত ত্রিপুরাসহ অন্যান্যরা । এদিন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সংবাদ মাধ্যমকে জানান আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরা মেডিকেল কলেজে সংবাদ মাধ্যম মারফত অভিযোগ উঠে এসেছে যে টাকা দিয়ে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার জন্য, টিএমসির অভ্যন্তরে একজন শিক্ষিকা সরাসরি অভিযুক্ত হয়েছেন। এই ঘটনা ঘটে যাবার পর বেশ কিছুদিন সময় অতিক্রান্ত হয়েছে রাজ্যের সরকার এবং মেডিকেল শিক্ষায় দায়ভার যে দপ্তরের উপর রয়েছে সে ডি এম ই চুপ করে বসে আছে । আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা দাবি করেছিলাম, সার্বিক তদন্ত চাই ,নিরপেক্ষ তদন্ত করতে হবে, একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিকে নিয়ে এই দুর্নীতির তদন্ত করে সমস্তটা মানুষের সামনে প্রকাশ করতে হবে এবং কি ঘটনা ঘটেছে টিএমসির অভ্যন্তরে সেটা জনগণের সামনে স্পষ্ট করতে হবে , উনি বলেছিলেন দ্রুততার সঙ্গে তা করবেন কিন্তু করেননি । আসলে আজকের সরকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে, বিজেপি সরকারের আমলে সর্বস্তরের দুর্নীতি চলছে এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য এবং ত্রিপুরা রাজ্যের সরকার ভূমিকা পালন করে চলছে বলে জানান তিনি ।