Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যগাড়ির ধাক্কায় নর্দমায় যাত্রীবাহী টমটম, আহত চালকসহ ৩

গাড়ির ধাক্কায় নর্দমায় যাত্রীবাহী টমটম, আহত চালকসহ ৩

বর্তমান সময়ে যান দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে যান দুর্ঘটনা , আহত হচ্ছেন অনেকে। এর প্রতিরোধক হিসাবে প্রশাসন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সচেতন করার প্রয়াস চালালেও তা শুনতে নারাজ সাধারণ জনতা। যার ফলেই যান দুর্ঘটনা বেড়েই চলেছে। এরকমই একটি ঘটনা ঘটে গেল রাজধানীর ধলেশ্বর ১১ নং এলাকায়।

আবারো রাজধানীতে যান দুর্ঘটনা। জানা যায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ড্রেনে ছিটকে পড়লো যাত্রীবাহী টমটম। এই দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ ২ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ধলেশ্বর ১১নং এলাকায়। ঘটনাটি দেখে পথচারীরা দমকল বাহিনীকে খবর দেয় এবং দমকল বাহিনী ঘটনাস্থলে ছুঁটে এসে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিন প্রতক্ষ্যদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান ধলেশ্বর ১১নং রোডের আসাম আগরতলা সড়কে দাঁড়িয়ে থাকা একটি টমটমকে দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দেয়। যার ফলে টমটম রাস্তার পাশের নর্দমায় ছিটকে পরে আহত হয় চালকসহ ৩ জন । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য