সততা এবং স্বচ্ছতার সাথে রাজ্যের কর্মযজ্ঞে সামিল হতে ইঞ্জিনিয়ারদের প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রবিবার নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন ত্রিপুরার ৫৫ তম বার্ষিক সাধারণ সভায় এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
স্টেট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন ত্রিপুরার ৫৫ তম বার্ষিক সাধারণ সভা রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় ।এই সম্মেলনে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা। এদিন সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজে টেন্ডার বা পদ্ধতিগত কারণে সময় লাগবেই ।কিন্তু কোন কাজে যেন গ্যাপ বা শূন্যতা না থাকে। কাজের ফিনিশিং খুব ভালো হতে হবে ।রাজ্যের উন্নয়নে নির্মাণ কাজের পাশাপাশি রাজ্যের উৎপাদিত রাবার, বাশবেত এবং আগর নিয়েও কিছু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। ইঞ্জিনিয়ারদের মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের সততার সাথে কাজ করতে হবে ।সততা এবং স্বচ্ছতা ছাড়া মানুষের মন জয় করা যায় না ।সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলেও এই দিকটি প্রতিফলিত হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন ,রাজ্যে এখন ইঞ্জিনিয়াররা স্বতন্ত্রভাবে কাজ করতে পারছেন ।করতে পারছেন সংগঠনও। আগে সংগঠনের কে কোন পদ পাবেন তা বাইরে থেকে বলে দেওয়া হত ।আমাদের সময়ে এই নীতি নেই। সংগঠনের সদস্যদের সিদ্ধান্তই সব ।এই ধরনের পলিটিক্স আমরা করিনা বলে জানান মুখ্যমন্ত্রী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।তিনি জানান, রাজ্যের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে ইঞ্জিনিয়ারদের ।আপনারা পরিকাঠামোগত উন্নয়নের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলি বাস্তবায়নে আপনাদের ভূমিকা রয়েছে। মেয়র আরো জানান ,২০১৮ সালের পরে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলার ।রাজ্যের উন্নয়নে আইন-শৃঙ্খলা আগে ছিল একটা প্রধান অন্তরায়, আর বর্তমানে হয়েছে প্রধান সহায়ক বিষয় ।বর্তমানে রাজ্যের যে কোন স্থানে আপনারা কাজের পরিবেশ পাচ্ছেন ,এটা আগে ছিল না।
এদিন স্টেট ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন ত্রিপুরার ৫৫ তম বার্ষিক সাধারণ সভার শুরুতে স্বাগত ভাষণ রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দাস। তিনি তার প্রতিবেদনে সংগঠনের বিভিন্ন অসুবিধাগুলোর কথা তুলে ধরে বক্তব্য্য রাখেন।