Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী

রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী

দেশের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে পরাজিত করে ক্ষমতার মসনদে বসেছেন ভারতীয় জনতা পার্টি। বিজেপির এই জয়ে যেমন খুশি বিজেপি শাসিত রাজ্যগুলি তেমনি আমাদের রাজ্যেও পালিত হয়েছে বিজয় উৎসব এই জয়ের জন্য কেন্দ্রীয় সরকারের সকল মন্ত্রীদের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রীসহ প্রদেশ বিজেপি নেতৃত্ব। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তাদের এই জয়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। রবিবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বর্তমান রাজ্য সরকারকে একটা কমিশনের সরকার বলে ফের কটাক্ষ করেন। তাছাড়া রাজ্যের শাসক দল মানুষকে টুপি পরিয়ে রাখছে , চোখে ধুলো ছড়িয়ে বোকা বানানোর কাজে ব্যস্ত শাসক দল বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি মানুষের বিশ্বাস ও আশা ভঙ্গ করেছে রাজ্য সরকার, উন্নয়নের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে এঁরা বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য