Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসটিজিটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এসটিজিটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

চাকরি প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো এসটিজিটি উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ।মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে প্রায় ২৫ মিনিট বিক্ষোভ প্রদর্শনের পর তাদের গ্রেপ্তার করে অন্যত্র সরিয়ে নিয়ে মুখ রক্ষা করে পুলিশ প্রশাসন ।এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন চিহ্নের উদয় হল।

সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে অবিলম্বে চাকরি প্রদানের দাবি জানিয়েছিল এসটিজিটি কোয়ালিফাইড চাকরি প্রার্থীরা ।অবিলম্বে চাকরির দাবিতে আন্দোলনে নামার কথাও ঘোষণা করেছিল তারা । বৃহস্পতিবার সকালে নিরাপত্তার ফোকর গলে মুখ্যমন্ত্রীর লক্ষীনারায়ণ বাড়ি স্থিত বাসভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। চাকরিপ্রার্থীরা ব্যানার এবং পোস্টার নিয়ে শামিল হয়ে চাকরি প্রদানের দাবিতে স্লোগান দিতে থাকেন ।বিক্ষোভ প্রদর্শনকারীকে ঠেকাতে পারেনি নিরাপত্তার কাজে কর্তব্যরত পুলিশকর্মীরা। প্রায় ২৫ মিনিট মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকরিপ্রার্থীরা। এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী । প্রথমে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ কর্মীরা ।পরে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় ।এদিন বিক্ষোভ প্রদর্শনে শামিল এক চাকরি প্রার্থী জানান ,তারা এক একটা দিন ,এক একটা রাত ও প্রতিটি মুহূর্ত যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ।রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত শূন্য পদ পড়ে রয়েছে ।অথচ পরীক্ষা দিয়ে যোগ্যতা সম্পন্ন করার পরও তাদের নিয়োগ করা হচ্ছে না ।এই সমস্ত কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্যেই তারা এখানে সামিল হয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য এর আগেও একই দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে টেট উত্তির্ণ সহ বিভিন্ন সংগঠন গুলি ।তখনই নিরাপত্তাজনিত বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে । মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ।কিন্তু এত সব ব্যবস্থার পরও নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা প্রদর্শনকারী মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে সক্ষম হলো । বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য