Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যNCRT দিল্লির প্রতিনিধি দলের রাজধানির বইয়ের দোকানগুলিতে হানা

NCRT দিল্লির প্রতিনিধি দলের রাজধানির বইয়ের দোকানগুলিতে হানা

বাজারে নিত্যদিনের সামগ্রীর পাশাপাশি নকল হল ছাত্রছাত্রীদের পাঠ্য পুস্তকও । এমনই চাঞ্চল্যকর অভিযোগ পেয়ে রাজধানির বইয়ের দোকানগুলিতে হানা দিল দিল এন সি আর টি কেন্দ্রীয় এবং গুহাটি রিজিওনাল সেন্টারের যৌথ উদ্যোগে গঠিত একটি টিম । অভিযান কালে উদ্ধার হয় প্রচুর পরিমানে নকল বই ।

রাজধানী আগরতলাতে বইয়ের দোকানগুলিতে চলছে ভয়ংকর কান্ড, এন সি আর টি অনুমোদন প্রাপ্য বইয়ের জায়গাতে বাজারে বিক্রি হচ্ছে নকল বই। রাজ্য থেকে দীর্ঘদিনের এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বইয়ের দোকান গলিতে হানা দিল এন সি আর টি কেন্দ্রীয় টিম এবং গুহাটি রিজিওনাল সেন্টারের একটি টিমের যৌথ উদ্যোগে। বাজারে অভিযানের সময় বুক এম্পোরিয়াম সহ নামিদামি বইয়ের দোকানগুলি থেকে উদ্ধার করা হয়েছে নকল বইগুলিকে, যে বইগুলি রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পাঠায় বই বিক্রেতারা৷ এর পেছনের মূল উদ্দেশ্য হলো নকল বই বিক্রিতে বেশি মুনাফা লাভ, আর এর ফলে পড়াশোনার ক্ষেত্রে হয়রানির শিকার ছাত্র-ছাত্রীরা। যার ফলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন যার ফলে রাজ্যের বাজারে এই অভিযান। এদিন সংবাদ মাধ্যমকে অভিযানকারী দলের এক সদস্য জানান বাজারে তাদের ডিস্ট্রিবিউটর থাকা সত্ত্বেও বই বিক্রেতারা তাদের কাছ থেকে বই ক্রয় করেন না এরা বেশি মুনাফা লাভের জন্য নকল বই ক্রয় করে বিভিন্ন বিদ্যালয় এবং দোকানপাটগুলিতে পাঠিয়ে থাকেন। এখন অবধি প্রায় ২০ থেকে ২৫ টি দোকানে অভিযান চালানো হয়েছে যার থেকে দুটি দোকানে এই নকল বইগুলি উদ্ধার করা হয়েছে। তার পাশাপাশি তাদের এই অভিযানে রাজ্য পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য