আগরতলা, ২৯ জানুয়ারী:
ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, আজ, বুধবার, ২০২৪-২৫ এমবিবিএস ব্যাচের জন্য হোয়াইট কোট এবং শপথ গ্রহণ অনুষ্ঠান (মহার্ষি চরক শপথ) আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া মেডিকেল ছাত্রছাত্রীদের জন্য এমবিবিএস পাঠক্রম যাত্রার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি মলয় পীট, কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সঞ্জয় নাথ, ত্রিপুরার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (DME) অধ্যাপক ডাঃ এইজ পি শর্মা, ত্রিপুরার ডিরেক্টর অফ হেলথ সার্ভিস (ইনচার্জ) ডাঃ শঙ্কর দাস, প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ দিলীপ কুমার দাস, প্রখ্যাত সাংবাদিক ও সন্দন পত্রিকার সম্পাদক সুবল দে, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ দীপশ্রী ভট্টাচার্য সহ বহু বিশিষ্টজন। সকল বিভাগীয় প্রধান, অধ্যাপকবৃন্দ এবং ছাত্রছাত্রী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। ২০২৪-২৫ এমবিবিএস ব্যাচের পড়ুয়ারা হোয়াইট কোট পরে মহর্ষি চরক শপথ গ্রহণ করে, মানবতার সেবায় নিজেদেরকে সহানুভূতি, সততা এবং নিষ্ঠার সঙ্গে উৎসর্গ করার অঙ্গীকার নেয়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই আগরতলার কাছেই রাণীর খামারে গড়ে ওঠা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এমবিবিএস পাঠ্যক্রম শুরু হয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ সঞ্জয় নাথ বলেন, “এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যতের গভীর দায়িত্বের একটি স্মারক। হোয়াইট কোট একটি বিশ্বাসের প্রতীক এবং এই শপথ রোগীদের কল্যাণে আজীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি।” রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (DME) অধ্যাপক ডাঃ এইজ পি শর্মা, বলেন যে সমাজের প্রতি চিকিৎসকদের দায়িত্ব আছে। প্রত্যেককে তাদের সেরাটা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উজাড় করে দিতে হবে। চিকিৎসকদের আজীবন পড়াশোনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। চিকিৎসা শুধু একটি পেশা নয়; এটি মানবতার সেবায় একটি ডাক। আজ যে যাত্রা ছাত্রছাত্রীরা শুরু করছ, তা অসংখ্য জীবনে পরিবর্তন আনবে বলেই মনে করেন প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ দিলীপ কুমার দাস। সকল বক্তাই চিকিৎসকদের মহান পেশা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি গুরুত্ব আরোপ করেন।