Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যদেশের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বর্তমান কেন্দ্রীয় সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

দেশের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বর্তমান কেন্দ্রীয় সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

দেশের স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বর্তমান কেন্দ্রীয় সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। আজ মোহনপুর বাজার নাট মন্দির প্রাঙ্গণে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়, মোহনপুর পুরপরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষক কল্যাণমন্ত্রী আরও বলেন, রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নত স্বাস্থ্য পরিষেবা জেলা, মহকুমা ও গ্রামস্তরেও সম্প্রসারণ করা হচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। তবে এই বিষয়ে শুধু প্রশাসন নয় সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী স্কুল, কলেজে নেশার কুফল নিয়ে সচেতনতা শিবির আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন।

শিবিরে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডা. সমর্পিতা দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রঞ্জন বিশ্বাস প্রমুখ। শিবিরে ৪০৯ জনকে চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। শিবিরে দু’জন যক্ষ্মা রোগীর হাতে পুষ্টিকর খাদ্যের প্যাকেট তুলে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য