এই দেশ আমাদের এখানে আমাদের মাঝে আমিত্বের কোন জায়গা নেই সিপিআইএম রাজ্য কার্যালয়ে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে এমনটাই জানালেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
আজকের দিনে ১৯৫০ সালের ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, যা ভারতের আইন ব্যবস্থা ও শাসন ব্যবস্থার ভিত্তি তৈরি করে। এর মাধ্যমে ভারত আনুষ্ঠানিকভাবে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয়ে ওঠে। তাই সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় দিনটিকে মহাষাড়ম্ববে পালন করা হয় অনুষ্ঠিত হয় বিশাল কুচকাওয়াজ, যেখানে সামরিক বাহিনী, পুলিশ, এবং বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। ভারতের সামরিক শক্তি, ঐতিহ্য, এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। এদিন দেশের সংবিধানের প্রতি সন্মান জানিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম রাজ্য কার্যালয়ে ও অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবস এদিন দেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিনের অনুষ্ঠানে রাজ্য সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা রতন ভৌমিকসহ অন্যান্যরা। এদিন শ্রী চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান এই দেশ হবে যুক্তরাষ্ট্রিক কেননা এই দেশে বিভিন্ন ধর্মের লোক রয়েছে এবং এই দেশের পরিবেশ ও সংস্কৃতির যে প্রাচুর্য রয়েছে সারা বিশ্বে এর দ্বিতীয় নেই। তাছাড়া এই দেশ হবে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে কেননা এই দেশে ভিন্ন ধর্মের লোকের বসবাস এবং সকলেই দেশের নাগরিক হিসেবে সমান অধিকার পান। তাছাড়া ” We the people of india” ভারত আমাদের সকলের, এই আমাদের জায়গায় আমি অর্থাৎ আমিত্বের যেন কোন স্থান না হয় তার আহ্বান জানান রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
বলা চলে প্রজাতন্ত্র দিবস সাধারণত একটি জাতির গর্ব, ঐতিহ্য, এবং অগ্রগতির চেতনাকে তুলে ধরে। এটি সেই দিনকে স্মরণ করায়, যেদিন একটি দেশ তার গণতান্ত্রিক সংবিধান কার্যকর করে প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এই দিনটি একটি জাতিকে তার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য উদ্দীপ্ত করে এবং সবাইকে জাতির উন্নয়নের পথে একত্রিত করে।