Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যপুলিশ সপ্তাহ উপলক্ষে রবীন্দ্রভবনে চিত্র ও কারু শিল্প প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুলিশ সপ্তাহ উপলক্ষে রবীন্দ্রভবনে চিত্র ও কারু শিল্প প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য পুলিশ কর্মীদের সৃজনশীল প্রতিভা জন সম্মুখে তুলে ধরার ব্যবস্থা গ্রহণের জন্য বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের লবিতে ত্রিপুরা পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে চিত্র ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করে এই কথা বলেন অভিভূত মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।

বৃহস্পতিবার এডিনগরের পুলিশ মাঠে ত্রিপুরা পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের লবীতে এক চিত্র ও কারু শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় ।এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।পুলিশ কর্মীদের তৈরি চিত্র ও কারুশিল্পগুলি পরিদর্শন করে অভিভূত হন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের প্রদর্শনী প্রশংসা দাবি রাখে। তিনি বলেন ,রাজ্যের বড় বড় মেলাতেও এই প্রদর্শনী তুলে ধরা একান্ত প্রয়োজন ।এতে একদিকে যেমন তারা আরো বেশি করে নিবিড়ভাবে মানুষের সাথে যুক্ত হতে পারবেন ,তেমনি তাদের সৃজনশীলতা সম্পর্কে মানুষ বিশদভাবে জানতে পারবে। সাধারণ মানুষের এই সমস্ত বিষয়গুলো জানা প্রয়োজন। এতে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মনে যে নেতিবাচক ধারণা থাকে তা দূর হয়ে যাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য