গত তিন বছরে রাজ্যে ১ হাজার ৬৬৫ টি এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে ।গ্রেপ্তার হয়েছে ২ হাজার ৬৯৭ জন ।এই সময়ের মধ্যে গোটা রাজ্যে ১৫৮৭ কোটি ৪৭ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ।সোমবার বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
বিধানসভায় সোমবার সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাস নেশা মুক্ত রাজ্য গঠনে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে বিশদ জানতে চান। বিধায়ক নির্মল বিশ্বাসের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে গত ৩ বছরের তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান ,নেশামুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে রাজ্যভিত্তিক নেশা মুক্ত ভারত ক্যাম্পেন কমিটি গঠন করা হয়েছে ।তেমনি জেলাস্তরেও এই ধরনের কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্প গ্রহণ করা হয়েছে ।এই প্রকল্পের অধীন নেশা মুক্ত ত্রিপুরা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।এদিন বিধানসভায় সংশ্লিষ্ট বিষয়ে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান ,২০২২ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত এই তিন বছরে বিভিন্ন নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে এনডিপিএস ধারায় ৫৬২টি মামলা গ্রহণ করা হয় ।গ্রেপ্তার করা হয় ৭৫৯ জনকে ।২০২৩ সালে ৬৩৩টি মামলা গ্রহণ করা হয়। গ্রেপ্তার করা হয় ১ হাজার ১৫২ জনকে ।২০২৪ সালে ৭১৪ টি মামলায় মোট ৮৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এনডিপিএস ধারায় রাজ্যে মোট ১ হাজার ৬৬৫ টি মামলা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৬৯৭ জনকে। মুখ্যমন্ত্রী আরও জানান ,এই সময়ের মধ্যে অর্থাৎ গত তিন বছরে রাজ্যে মোট ১ লক্ষ ৫৪ হাজার ৬৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ।কফ সিরাপ উদ্ধার করা হয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ।ট্যাবলেট উদ্ধার করা হয়েছে 25 লক্ষ 62 হাজার ৭৯১ টি ।হিরোইন উদ্ধার করা হয়েছে ৩৪ হাজার ৯৯১ গ্রাম। গত তিন বছরে বাজেয়াপ্ত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ১৫৮৭ কোটি ৪৭ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা।
মুখ্যমন্ত্রীর এই তথ্যের পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন ,রাজ্যে কিছু নেশা মুক্তি কেন্দ্র রয়েছে ।এই সংস্থাগুলো কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে টাকা আনে। এই ক্ষেত্রে বিরাট ঘোটালা হচ্ছে ।এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান বিরোধী দলনেতা।
এদিন সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন তোলেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক গোপাল রায় ।বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, ২০১৮ সাল থেকে সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু পূর্বতন সরকার নেশার বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছে কোন তথ্য থাকলে তা জানানোর অনুরোধ জানান তিনি।