রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে বর্তমানে পুলিশের শূন্য পদের সংখ্যা ৭ হাজার ৩২৩ টি। সোমবার প্রশ্ন উত্তর পর্বে বিধায়ক গোপালচন্দ্র রায়ের এক তারকা খচিত প্রশ্নের উত্তরে এই কথা জানান স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি জানান , পুলিশের শূন্য পদ পূরণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে পুলিশের শূন্য পদের সংখ্যা মোট ৭ হাজির ৩২৩ টি। সোমবার বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। এদিন বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় কর্তৃক উত্থাপিত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরো জানান ,পুলিশের শূন্য পদের মধ্যে কনস্টেবল এর শূন্য পদের সংখ্যা ২ হাজার ১২৫টি ।তিনি আরো জানান, শুন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় ।মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই এক হাজারটি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে ।আরও অতিরিক্ত 916 টি কনস্টেবল পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।তিনি আরো জানান, প্রমোশনের মাধ্যমেও শুন্যপথ পূরণের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বিধানসভায় আরও জানান ,২০২৩ সালে ২৪৯ জনকে এডহক প্রমোশনের মাধ্যমে শূন্য পদ পূরণ করা হয়েছে ।কনস্টেবল ,পুলিশ সাব ইন্সপেক্টর মিলে এর মোট সংখ্যা ৬৯৬ জন ।সংশ্লিষ্ট প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অবিলম্বে শূন্য্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করার দাবী জানান।