Monday, February 17, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমাল বোঝাই লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০' ফুট খাদে পড়ে গুরুতর আহত দুই।...

মাল বোঝাই লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০’ ফুট খাদে পড়ে গুরুতর আহত দুই। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪৭’মাইল এলাকায়।

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে যাওয়া মাল বোঝাই লড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ৫০’ ফুট খাদে পড়ে গুরুতর আহত দুই। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪৭’মাইল এলাকায়।
সংবাদে প্রকাশ, রবিবার আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে মাল বোঝাই করে যাতায়াতকারী TR 01AF 1867 নম্বরের একটি লড়ি আচমকাই কোনো এক ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মুঙ্গিয়াকামী থানাধীন ৪৭’মাইল এলাকায় জাতীয় সড়কের পাশে ৫০’ ফুট খাদে পড়ে ভয়ংকর দূর্ঘটনাগ্রস্থ হয়। এই দূর্ঘটনায় গুরুতর আহত হয় গাড়ীতে থাকা গাড়ীর চলক রতন দেবনাথ এবং গাড়ীতে থাকা অপর একজন ২৫ বছর বয়সী মহিলা রম্পা দেবনাথ। এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দুর্ঘটনায় ২’ আহতদের মধ্যে লড়িতে থাকা মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানান দমকলকর্মী! বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য