Friday, January 17, 2025
বাড়িখবররাজ্য৬৮তম জাতীয় স্কুল গেইমসের জুডো ইভেন্টের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

৬৮তম জাতীয় স্কুল গেইমসের জুডো ইভেন্টের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

নেশা মুক্ত সমাজ গঠনে রাজ্য ক্রীড়া দপ্তর ও ক্রীড়া পর্ষদের উদ্যোগ ফলপ্রসু হবে।বৃহস্পতিবার রাজধানীর এনএসআরসিসি’র জিমনেসিয়াম হলে ৬৮ তম স্কুল গেমসের অনুর্ধ ১৭ বালিকাদের জুডো ইভেন্টের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।

বৃহস্পতিবার থেকে রাজধানীর নেতাজি চৌমুহনী স্থিত এনএসআরসিসি হলে শুরু হলো ৬৮তম জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের জুডো প্রতিযোগিতার আসর। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় এই জাতীয় আসরের। এছাড়াও এদিনের এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সচিব সুকান্ত ঘোষ এবং পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জুডো কেবল শারীরিক শক্তিকে প্রদর্শন করেনা, এটি শ্রদ্ধা, অধ্যবসায় এবং পারস্পরিক সহায়তার মূল্যবোধেরও প্রতীক। এদিন রাজ্যের ছেলে-মেয়েদের জুডো প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই সাথে ৬৮তম জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের জুডো প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত করার জন্য ত্রিপুরাকে বেছে নেওয়ার জন্য এদিন স্কুল গেইমস ফেডারেশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানান তিনি। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই নিয়ে ত্রিপুরায় বহুবার এই ধরণের ক্রীড়ার আসর অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে শরীর এবং মন, দুটোই সতেজ থাকে। আর এই খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে নেশা থেকে দূরে রাখা সম্ভব। এই ক্ষেত্রে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের এই উদ্যোগও আগামীদিনে অনেকটাই ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

এদিন বক্তব্য রাখতে গিয়ে আগামী বছর রাজ্যে নর্থ-ইস্ট অলিম্পিকের আসর অনুষ্ঠিত করার পরিকল্পনার কথা জানান ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। সেই সাথে আগামী ১৮ এবং ১৯শে ডিসেম্বর রাজ্যে খেলো ত্রিপুরা প্যারা গেইমস অনুষ্ঠিত করার কথাও জানান তিনি। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলা এই আসরে রাজ্যের প্রায় চার শতাধিক দিব্যাঙ্গ খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। সেই আসরে ৬০ শতাংশের অধিক দিব্যাঙ্গদের সামাজিক ভাতা এবং ইউআইডি কার্ডও প্রদান করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সেই সাথে অলিম্পিক ভারতের উদ্যোগে দিব্যাঙ্গদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে বলে জানান মন্ত্রী।

আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। চারদিন ব্যাপী আয়োজিত জুডোর এই জাতীয় আসরে ২৭ টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় দুই শতাধিক প্রতিযোগীনিরা অংশগ্রহণ করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য