সিটিজেন কনজিউমার অ্যান্ড সিভিক অ্যাকশন গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ক্লিন এনার্জি ট্রানজিশন ইলেকট্রিসিটি গভর্নেন্স মিডিয়া ওয়ার্কশপ ও সমাপ্তি বৈঠক।এই সময় উপস্থিত ছিলেন জর্জ চেরিয়ান ওয়ার্কিং প্রেসিডেন্ট সি পি এ, বি কিরুবেক্তারান রিসারচার সি এ জি,আইনজীবী অমৃত লাল সাহা প্রেসিডেন্ট সি পি এ,নির্মল দেবনাথ সিনিওর ম্যানেজার TSEC LTD, ত্রিপুরা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্যরা।এই কর্মসূচি নিয়ে ত্রিপুরা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং বলেন এই কর্মশালার উদ্দেশ্য হলো পরিবেশ বান্ধব এনার্জি সম্পর্কে রাজ্যের জনগনকে সচেতন করা।যায় মধ্যে রয়েছে সৌর বিদ্যুৎ, বায়ো গ্যাস সহ বিভিন্ন বিষয়।এই ধরনের কর্মশালা আগামীদিনে করা প্রয়োজন বলে তিনি মনে করেন পাশপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যাক্ত করেন এই কর্মশালা নিয়ে