সিএনজি ও পিএনজি গ্যাসের বর্ধিত মুল্যের প্রতিবাদেে ত্রিপুরা অটো রিক্সা ওয়াকার্স ইউনিয়ন, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক ইউনিয়ন, টিআরটিসি কর্মী ইউনিয়ন এই চারটি সংগঠনের যৌথ মঞ্চ অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়াকার্স ফেডারেশনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয় আগরতলা খেজুর বাগানস্থিত ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানির প্রাঙ্গনে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি আই টি ইউ নেতা অমল চক্রবর্তী। এদিন সি আই টি ইউ নেতা অমল চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান ২০১৮ সালে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পূর্বে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘরে ঘরে রোজগার , দ্রব্যমূল্য হ্রাস ইত্যাদি। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্রতিদিন ক্রমেই বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য , তার সাথে বাড়ছে বিদ্যুৎ মাশুল, পেট্রোপণ্যের দাম , রান্নার গ্যাসের দাম , আর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সিএনজি ও পিএনজি গ্যাসের দাম , দেখা যাচ্ছে সিএনজি গ্যাসের মূল্য প্রতি কেজিতে ২০ টাকার উপর বাড়িয়েছে। যার ফলে পরিবহন শ্রমিকদের অবস্থা দুর্বিসহ হয়ে পড়েছে। তাই অবিলম্বে সিএনজি ও পিএনজি গ্যাসের মূল্য হ্রাস করার দাবিতে আজকের এই কর্মসূচি। এদিন বিক্ষোভ কর্মসূচির পর ত্রিপুরা ন্যাচারেল গ্যাস কোম্পানির অধিকর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন ও প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে ।