Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যদেশের সংবিধানের ৭৫ তম বছর উদযাপন উপলক্ষে শহরে পদযাত্রা

দেশের সংবিধানের ৭৫ তম বছর উদযাপন উপলক্ষে শহরে পদযাত্রা

সংবিধানের প্রতি সকল দেশবাসীকে অবগত করাই সংবিধান দিবস উদযাপনের মূল লক্ষ্য ।মঙ্গলবার ৭৫ তম সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক রেলিতে অংশগ্রহণ করে এই কথা বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এদিন সকালে রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে এক পদযাত্রা শুরু হয়ে উজ্জয়ন্ত প্রসাদে এসে সমাপ্ত হয় ।পদযাত্রায় উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা

হাজারো বীর বিপ্লবীদের আত্ম বলিদানের মাধ্যমে 1947 সালের 15 ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল।এই স্বাধীনতা আমাদের প্রদান করেছে সংবিধান ।আর এই সংবিধান আমাদের প্রদান করেছে গণতন্ত্র ।এই সংবিধানেরই ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।সারা দেশের পাশাপাশি রাজ্যেও এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এর মূল অনুষ্ঠানটি ছিল মঙ্গলবার সকালে রাজধানী আগরতলায়। আগরতলার উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে সংবিধানের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক র‍্যালির আয়োজন করা হয় ।এই রেলিতে অংশগ্রহণ করেন শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস এবং এনসিসি ইউনিটের ছাত্রছাত্রীরা। এই পদযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আইন দপ্তরের সচিব সঞ্জয় ভট্টাচার্য সহ অন্যান্যরা। পদযাত্রাটি উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে সমাপ্ত হয় ।সেখানে পদযাত্রায় অংশগ্রহণকারীরা সংবিধানের প্রনেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন ,আজকের এই দিনটি দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন ।১৯৪৯ সালের এই দিনেই আমরা সংবিধান পেয়েছিলাম ।এই সংবিধানের প্রতি সকল দেশবাসী এবং বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য বলে জানান অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়।

এদিন রেলিতে অংশগ্রহণকারী সকলেই উজ্জয়ন্ত প্রাসাদের সামনে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে শপথ বাক্য পাঠ করেন। উল্লেখ্য সংবিধানের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের মতো রাজ্যেও এক বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য