দেশের সংবিধান এবং সংবিধানের বিচারধারা আগামী ভবিষ্যৎ প্রজন্মের সম্মুখে তুলে ধরতে কংগ্রেসের নতুন সংগঠন জহর বাল মঞ্চ রাজ্যে দুদিনের কর্মশালার আয়োজন করেছে ভগৎ সিং যুব আবাসে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং সর্বভারতীয় জহর বাল মঞ্চের চেয়ারম্যান ডাক্তার জি ভি হরিসহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমকে জহর বাল মঞ্চের কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের চেয়ারম্যান জানান জহর বাল মঞ্চ মূলত ৭ থেকে ১৮ বছর বয়সের বাচ্চাদের নিয়ে কাজ করে। তাদের লক্ষ্য হল দেশের সংবিধানের বিচারধারা যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, তাই সাত থেকে ১৮ বছর বয়সের বাচ্চাদের নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া। সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরাতেও যেন সংগঠন এই কর্মসূচি ছড়িয়ে দিতে পারেন তার জন্যই রাজ্যে দুদিনের এই কর্মশালার আয়োজন। ভবিষ্যতে সংগঠনের পক্ষ থেকে আরো কর্মসূচি দেখা যাবে তবে সর্বপ্রথমে সংগঠনের এই কর্মসূচিটিকে সমর্থন প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।