Friday, January 17, 2025
বাড়িখবররাজ্যরাধা মাধব মন্দিরে ২২৬ তম রাস উৎসব উদযাপিত

রাধা মাধব মন্দিরে ২২৬ তম রাস উৎসব উদযাপিত

প্রতি বছরের মত এবারও ২২৬ তম রাস উৎসব পালিত হলো রাজধানীর রাধানগরস্হিত রাধা মাধব মন্দিরে ।রাতভর চললো ২৬ জন গোপির এই রাসলীলা। এই উপলক্ষে রাধা মাধব মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।

হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের কাছে রাস পূর্ণিমা হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় মহোৎসব ।এই তিথিতেই বৃন্দাবনে গোপিনীদের সাথে লীলায় মেতে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ।অনেকেই মনে করেন ঈশ্বরের সাথে ভক্তবৃন্দের আত্মার মহামিলনের আরেক নাম হলো রাস। শুক্রবার কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব অনুষ্ঠিত হয়। সারাদেশের সাথে রাজ্যেও রাসলীলা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর রাধানগর স্থিত রাধা মাধব মন্দিরে ২২৬ তম বর্ষে পদার্পণ করল রাসলীলা উৎসব ।শুক্রবার রাত দশটা থেকে শুরু হয় এই উৎসব ।এবারো ২৬ জন বৃন্দা অর্থাৎ গোপিনী রাতভর এই রাস লীলায় অংশগ্রহণ করেন।

এদিন রাধানগরস্হিত রাধামাধব মন্দিরের পুরোহিত অভিজিৎ ভট্টাচার্য এই রাস উৎসবের মহত্ব তুলে ধরেন। তিনি বলেন ,হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হল এই রাস উৎসব। রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই উৎসব চলে। তিনি আরো জানান ,১৭৯৮ সাল থেকে এই রাস উৎসব চলে আসছে ।আগামী দিনেও চলবে।

এই রাস উৎসবকে কেন্দ্র করে রাধানগরের রাধামাধব মন্দিরে প্রচুরসংখ্যক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দের সমাগম হয় ।রাস উৎসবকে উপলক্ষে মন্দির প্রাঙ্গনে অস্থায়ী মেলার আয়োজন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য